মুশফিক-রাব্বির গড়া প্রতিরোধ ভাঙলেন মাহারাজ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২২, ১৫:৫৪
অ- অ+

দিনের শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। ষষ্ঠ উইকেটে মুশফিক-রাব্বি মিলে প্রতিরোধই গড়ে তোলেন। এবার সেই প্রতিরোধ বেষ্টনী ভাঙলেন প্রোটিয়া স্পিনার কেশভ মাহারাজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৬ উইকেটে ১৯৪ রান।

এখন ৪৩ রানে মুশফিক ও ১ রানে মেহেদি মিরাজ অপরাজিত রয়েছেন।

তৃতীয় দিনের শুরুতে বৃষ্টি। খানিক পরেই বৃষ্টি থামলে মাঠে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম এবং ইয়াসির আলি রাব্বি। আর মাঠে নেমেই যেন রান তুলতে ব্যস্ত হয়ে উঠে রাব্বি। লিজার্ড উইলিয়ামসের করা প্রথম ওভারের প্রথম তিন বলে টানা তিন চার মারেন রাব্বি।

এরপর ষষ্ঠ উইকেট এই দুই ব্যাটার মিলে ইতিবাচক ক্রিকেটই খেলতে থাকেন। এ সময় দুজন মিলে গড়েন ৭০ রানের জুটি। দুজনই এগোচ্ছিলেন ফিফটির পথে। কিন্তু ফিফটি আর পূর্ণ করা হয়নি রাব্বির। ব্যক্তিগত ৪৬ রানে মাহারাজ বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান তিনি।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুরাদনগরে বিএনপি নেতাকে ‘কালো গাড়িতে’ তুলে নেওয়ার অভিযোগ
মোহাম্মদপুর থানা পুলিশকে ঘিরে মিথ্যা প্রচারণার প্রতিবাদ জানালেন স্থানীয় জনসাধারণ
ঝিনাইদহে বিএডিসির খাল ভরাট, পানির নিচে হাজার হেক্টর জমির ফসল 
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখন থেকে পাবেন দশম গ্রেডে বেতন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা