গাইবান্ধায় স্ত্রী হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২২, ১৬:০৪| আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৬:০৫
অ- অ+

গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে আলমগীর মণ্ডল (৩৫) নামে এক যুবককে আমৃত্য কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে এক লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া তিন আসামির অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত।

রাষ্টপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর ফারুক আহম্মেদ প্রিন্স জানান, ২০১৫ সালে গাইবান্ধা সাঘাটা উপজেলার উত্তর দিঘলকান্দি গ্রামের মো. শুকুর আলীর মেয়ে সুমি আক্তারের সাথে একই গ্রামের জোব্বার মন্ডলের ছেলে মো. আলমগীর মন্ডলের বিয়ে হয়।

বিয়ের পর থেকেই তাদের মধ্যে মনোমালন্য সৃষ্টি হয় এবং সুমিকে নিয়মিত মারপিট করতো স্বামী আলমগীর । এরই ধারবাহিকতায় ২০১৬ সালের ২১ জুন রাতে স্বামী আলমগীর সুমির বুকে পিঠে বেড়ধক মারপিট করে। এতে সুমি গুরুত্বর অসুস্থ হয়ে মারা যায়। পরদিন ২২ জুন সুমির বাবা মো. শুকুর আলী চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। তিনি আরও বলেন, দীর্ঘ শুনানী শেষে আলমগীর মন্ডলের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন। রায়ে বাকি তিন আসামি নির্দোষ প্রমাণিত হওয়ায় তাদের খালাস দেন বিচারক।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রুকন না হলে চাকরি থাকবে না বলেছেন ইসলামিক ফাউন্ডেশনের ডিজি: রিজভী
নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করেছে তারা গণতন্ত্রের শত্রু: সালাহউদ্দিন আহমেদ
আপনারা কি ওষুধ কোম্পানির দালাল? চিকিৎসকদের প্রতি আইন উপদেষ্টার প্রশ্ন
৩৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের সভাপতি সাকিবুল আলম, সম্পাদক তারিক লতিফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা