কলকাতায় পৌঁছেছে ঢাকা আবাহনী

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২২, ১৯:৪৮
অ- অ+

এএফসি কাপের প্লে-অফপর্বের ম্যাচ খেলার উদ্দেশে ইতিমধ্যে কলকাতায় পৌঁছেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ঢাকা আবাহনী। শনিবার দেশ ছাড়ার পর দুপুরেই আগেই কলকাতায় পৌঁছে গেছে মারিও লামোসের নেতৃত্বাধীন দলটি। সেখানে ম্যারিয়েট নামক হোটেলে অবস্থান করছে আবাহনীর ফুটবলার ও কোচিং স্টাফের সবাই।

ঢাকা আবাহনী যে হোটেলে অবস্থান করছে, ঠিক একই হোটেলেই রয়েছে প্লে-অফপর্বে তাদের প্রতিপক্ষ দল মোহনবাগানও।

কলকাতায় পৌঁছানোর পর আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু বলেন, ‘দলের সবাই সুস্থ ও স্বাভাবিক আছে। মাঠে অনুশীলনের সূচি ছিল। হোটেলের আনুষ্ঠানিকতায় ও কিছুক্ষণ আগে মধ্যাহ্ন ভোজ শেষ হওয়ায় আজ মাঠের অনুশীলনের পরিবর্তে হোটেলে জিম সুইমিং হবে।’

রবিবার ও সোমবার দু'দিন অনুশীলন করবে মারিও লামোসের শিষ্যরা। ১৯ এপ্রিল বিশ্ব যুব ভারতীতে মোহনবাগানের মুখোমুখি হবে আবাহনী। এই ম্যাচের জয়ী দল এএফসি কাপের মূল পর্বে খেলবে।

এর আগে প্লে-অফপর্বে উঠার লক্ষ্যে কলকাতায় ভারতের মোহনবাগানের বিপক্ষে খেলতে নামে শ্রীলঙ্কার ব্লু স্টার ক্লাব। এই ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে পাত্তাই পায়নি শ্রীলঙ্কান ক্লাবটি। ফলে ঘরের মাঠে জয় নিয়ে প্লে-অফ নিশ্চিত করে মোহনবাগান।

এদিকে গুঞ্জন শোনা যাচ্ছিল যে, আর্থিক সংকটের কারণে বাংলাদেশে নাও আসতে পারে মালদ্বীপের ক্লাব ভালান্সিয়া। শেষ পর্যন্ত শঙ্কা সত্যি হয়। খেলতে আসেনি ভালান্সিয়া। আর তাতে না খেলেই এএফসি কাপের প্লে-অফে জায়গা করে নেয় বাংলাদেশি ক্লাব ঢাকা আবাহনী।

গত সোমবার দুপুরে অফিসিয়ালদের মিটিংয়ের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফ) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ভালেন্সিয়ার না আসার বিষয়টি নিশ্চিত করেছিলেন।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫ অতিরিক্ত ডিআইজিসহ ১৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
ফরিদা পারভীনের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা মির্জা ফখরুলের 
ফুটবলার ঋতুপর্ণার ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে তারেক রহমান
ত্রিপুরায় রেড অ্যালার্ট, কুমিল্লায় আতঙ্কে বাড়ি ছাড়ছে গোমতীপারের মানুষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা