বিয়ের দাবিতে বরগুনায় আসা সেই তরুণী কারাগারে

বরগুনা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মে ২০২২, ১৮:৩১| আপডেট : ১৩ মে ২০২২, ১৮:৪২
অ- অ+

বিয়ের দাবিতে জামালপুর থেকে বরগুনায় আসা তরুণী শিখা আক্তার মৌকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার সকাল ১০টার দিকে তাকে আদালতে তোলা হলে বরগুনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহাবুবুল আলম এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার।

ওসি শাহ আলম হাওলাদার বলেন, ‘গতকাল বৃহস্পতিবার চান্দখালী এলাকার বাসিন্দা মো. মোশাররফ হোসেন বাদী হয়ে জামালপুরের সরিষাবাড়ীর আবদুর রহিমের মেয়ে শিখা আক্তার মৌ নামে এক তরুণীসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় সকালে চান্দখালী এলাকায় অবস্থান নেওয়া তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এর আগে গত বুধবার বরগুনা মুখ্য বিচারিক হাকিম আদালত থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার আদেশ দেওয়া হয়েছিল। ওই দিন সন্ধ্যায় আদালত থেকে আমরা আদেশের কপি পেয়েছিলাম।’

শিখা আক্তার মৌ বরগুনার বেতাগী উপজেলার মোশারেফ হোসেনের ছেলে মাহামুদুল হাসানকে বিয়ের দাবি নিয়ে গত ২৮ এপ্রিল বাসার সামনে অবস্থান করেন। মাহামুদের পরিবার পলাতক থাকায় ২ মে তালা ভেঙে ওই তরুণী ঘরে প্রবেশ করে সেখানেই থাকতে থাকেন। ১৬ দিন পার হলেও হাসান ও তার পরিবার ওই বাসায় আর আসেনি। পরে মাহামুদুল হাসানের বাবা আদালতে মামলা করলে আদালত এ নির্দেশ দেন।

(ঢাকাটাইমস/১৩মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যৌতুকের মিথ্যা মামলা: ফেঁসে গেলেন অভিযোগকারী নারী
রোম্যান্টিক সিন করতে গিয়ে আমার মাড়ি কেটে যায়: ঈশানী
নোয়াখালীতে সাম্যবাদী আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৫
আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে নাটকীয়তা চলছে: মির্জা আব্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা