বিয়ের দাবিতে বরগুনায় আসা সেই তরুণী কারাগারে

বিয়ের দাবিতে জামালপুর থেকে বরগুনায় আসা তরুণী শিখা আক্তার মৌকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার সকাল ১০টার দিকে তাকে আদালতে তোলা হলে বরগুনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহাবুবুল আলম এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার।
ওসি শাহ আলম হাওলাদার বলেন, ‘গতকাল বৃহস্পতিবার চান্দখালী এলাকার বাসিন্দা মো. মোশাররফ হোসেন বাদী হয়ে জামালপুরের সরিষাবাড়ীর আবদুর রহিমের মেয়ে শিখা আক্তার মৌ নামে এক তরুণীসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় সকালে চান্দখালী এলাকায় অবস্থান নেওয়া তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এর আগে গত বুধবার বরগুনা মুখ্য বিচারিক হাকিম আদালত থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার আদেশ দেওয়া হয়েছিল। ওই দিন সন্ধ্যায় আদালত থেকে আমরা আদেশের কপি পেয়েছিলাম।’
শিখা আক্তার মৌ বরগুনার বেতাগী উপজেলার মোশারেফ হোসেনের ছেলে মাহামুদুল হাসানকে বিয়ের দাবি নিয়ে গত ২৮ এপ্রিল বাসার সামনে অবস্থান করেন। মাহামুদের পরিবার পলাতক থাকায় ২ মে তালা ভেঙে ওই তরুণী ঘরে প্রবেশ করে সেখানেই থাকতে থাকেন। ১৬ দিন পার হলেও হাসান ও তার পরিবার ওই বাসায় আর আসেনি। পরে মাহামুদুল হাসানের বাবা আদালতে মামলা করলে আদালত এ নির্দেশ দেন।
(ঢাকাটাইমস/১৩মে/এলএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

ভাপসা গরমে খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস

উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সংঘাত, সংঘর্ষে রণক্ষেত্র তারাকান্দা

সুনামগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আলফাডাঙ্গায় মৎস্যজীবী লীগের নতুন কমিটি

হাতপাখার প্রার্থীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ট্রাকচাপায় যুবক নিহত

লাখো মানুষের শ্রদ্ধায় বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খানের দাফন সম্পন্ন

সাতক্ষীরায় ৫০ জন শিক্ষার্থী পেল বিদ্যানন্দের ‘শিক্ষা বৃত্তি’
