গমবোঝাই লাইটার জাহাজ ডুবল বঙ্গোপসাগরে

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২২, ২১:১৭| আপডেট : ১৮ মে ২০২২, ২১:২০
অ- অ+

চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা যাওয়ার পথে বঙ্গোপসাগরে দুর্ঘটনার কবলে পড়েছে এক হাজার ৬শ টন গম বোঝাই লাইটার জাহাজ ‘এমভি তামিম’। এসব গমের মূল্য প্রায় ৬ কোটি ৬৪ লাখ টাকা। নিরাপদে উদ্ধার করা হয়েছে জাহাজে থাকা ১২ নাবিককে।

বুধবার বিকাল ৩টার দিকে জাহাজটি লক্ষ্মীপুরে রামগতি পাইলট বিচের তিল্লারচর এলাকায় ডুবে যায় বলে নিশ্চিত করেছেন এমভি তামিম পরিচালানাকারী প্রতিষ্ঠান সমতা শিপিং কর্তৃপক্ষ।

সমতা শিপিং অ্যান্ড লজিস্টিকস কর্মকর্তা জামাল হোসেন জানান, এমভি তামিম জাহাজটি ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) সিরিয়ালে পরিচালনা করছিল সমতা শিপিং। চট্টগ্রাম থেকে গম বোঝাই করে ঢাকা যাওয়ার পথে জাহাজটি রামগতির পাইলট বিচের তিল্লারচর এলাকায় ডুবে যায়।

ডোবার কারণ জানতে চাইলে তিনি বলেন, চলার পথে পানির নিচে অদৃশ্য বস্তুর সঙ্গে লেগে জাহাজের সামনের হেজ ফেটে যায়। এ সময় হেজে পানি ঢুকে যায়। জাহাজে থাকা ১২ জন নাবিকদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ মে) সকালে বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ ‘এমভি প্রোফেল গ্রেস’ থেকে ১ হাজার ৬শ টন গম বোঝাই করে ঢাকার নাবিল অটো ফ্লাওয়ার মিলের উদ্দেশে যাত্রা শুরু করেছিল জাহাজটি।

(ঢাকাটাইমস/১৮মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা