চট্টগ্রামে করোনাযোদ্ধা জাবেদ আবছার চৌধুরীকে সম্মাননা

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২২, ১৭:২৯
অ- অ+

চট্টগ্রামে মহামারি করোনাকালে বিশেষ অবদান রাখায় করোনাযোদ্ধা জাবেদ আবছার চৌধুরীকে সম্মাননা দেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় নগরের চন্দনপুরাস্থ এনএসি ভবনে স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত গুণীজন নাগরিক সংবর্ধনা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য সচিব, বিশিষ্ট শিক্ষা উদ্যোক্তা ও কলামিস্ট অধ্যাপক ড. শেখ এ রাজ্জাক রাজু। সঞ্চালনায় ছিলেন স ম জিয়াউর রহমান।

সভায় বক্তারা বলেন, করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে কঠিন পরিস্থিতিতে অনেক মানুষ সাহসী ভূমিকা রেখেছেন। তাদের সাহসী ভূমিকার ফলে করোনা সংকটে চট্টগ্রাম মৃত্যুঝুঁকি থেকে মুক্ত থেকেছে। বক্তারা বলেন, করোনা সংকটকালে অনেক মানুষ আপনজনকে দূরে ঠেলে দিয়েছে। কিন্তু কিছু মানবিক মানুষ মৃত্যুভয়কে তুচ্ছ করে মানুষের জীবনকে বাঁচাতে এগিয়ে এসেছেন সাহসিকতার সঙ্গে। তাদেরই একজন সাহসী মানবিক করোনাযোদ্ধা ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী।

সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ-চট্টগ্রাম দক্ষিণ জেলা কমান্ড কাউন্সিলের সভাপতি আসাদুজ্জামান, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক ও ৬নং তৈলারদ্বীপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আলী মুছা প্রমুখ। সংগঠনের যুগ্ম আহ্বায়ক হাসিনা জাফর, এম এ সবুর, মো. কামাল উদ্দিন, ভাস্কর ডি কে দাশ মামুন, সদস্য অধ্যাপক মাসুদ রানা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, অধ্যাপক শহিদুল ইসলাম, ড. শফিউল আজম, ডা. হুমাইরা কানিজ, রিংকু ভট্টাচার্য, প্রকৌশলী অনুরূপ চৌধুরী, মো. হাসান মুরাদ, এম এ হাশেম, জসিম উদ্দিন চৌধুরী, কেফায়েত উল্লাহ আরকান, জান্নাতুন ফেরদৌস বৃষ্টি, ফাতেমা আকতার ডলি, মো. মহিউদ্দিন, মো. মাইনুল ইসলাম, মো. মাসুদ রানা, হারাধন চৌধুরী, মো. ইসমাইল, মো. সেলিম উদ্দিন, শাহজালাল রানা, মো. সাকের উল্লাহ আশেক, আঁচল চক্রবর্তী, মুরাদ আহমেদ শাওন, নারীনেত্রী তপতী সরকার, শিউলি আকতার, মো. নাঈম হাসান, আবদুল কাদের রুবেল।

(ঢাকাটাইমস/১৯মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা