আইপিএলে সালমা-শারমিনের অভিষেক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মে ২০২২, ১৭:১৬

ভারতে অনুষ্ঠিত উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জের এবারের আসরের উদ্বোধনী ম্যাচে সুপারনোভাসের বিপক্ষে ট্রেইলব্লেজার্সের জার্সি গায়ে মাঠে নামেন বাংলাদেশের নারী ক্রিকেটার সালমা খাতুন ও শারমিন আক্তার সুপ্তার। আর তাতেই মেয়েদের আইপিএল খ্যাত এই টুর্নামেন্টে অভিষেক হলো তাদের।

তবে নিজেদের অভিষেক ম্যাচটা স্মরণীয় করতে পারলেন না কেউই। অবশ্য বল হাতে বলার মতো পারফরম্যান্স ছিল টাইগ্রেস অলরাউন্ডার সালমার। ট্রেইলব্লেজার্সের হয়ে আসরের উদ্বোধনী ম্যাচে ৪ ওভারে ৩০ রানের খরচায় ২ উইকেট পেয়েছেন তিনি। তবে ব্যাট হাতে সাত বল খেললেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

এদিকে শারমিন আক্তার সুপ্তাও ৪ বল খেলে নিজের নামের পাশে কোনো রান যোগ করতে পারেননি।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সুপারনোভাসের অধিনায়ক হার্মানপ্রিত কৌর। দলের দুই ওপেনার প্রিয়া পুনিয়া ও দেবেন্দ্রা দোতিনের ব্যাটে শুরুটা ভালোই হয় সুপারনোভাসের। ৩২ রানে দোতিন ও ২২ রানে পুনিয়া আউট হন।

এরপর দলনেতা হার্মানপ্রিতের ৩৭ এবং হার্লেন দেউলের ৩৫ রানের ইনিংসের সুবাদে ১৬৩ রানের পুঁজি পায় সুপারনোভাস।

১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ট্রেইলব্লেজার্সের শুরুটা ভালোই ছিল। ৩৪ রানে স্মৃতি মান্ধানা, ১৮ রানে হেইলি ম্যাথিউস এবং ২৪ রানে জেমিমা রদ্রিগেস আউট হন। এরপর দলের হয়ে আর কেউই হাল ধরতে পারেননি। শেষ আট ব্যাটারের মধ্যে দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন মাত্র একজন ব্যাটার। ফলে সালমা-সুপ্তাদের দল হারে ৪৯ রানের বড় ব্যবধানে।

(ঢাকাটাইমস/২৪মে/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

২৫ কোটি নিয়ে সতীর্থরাই মজা করে: মিচেল স্টার্ক

অবশেষে উন্মোচন করা হলো বাংলাদেশের বিশ্বকাপ জার্সি 

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল কলকাতা? জানুন অন্যদের প্রাপ্তিও

কলকাতার কাছে নাস্তানাবুদ হওয়ার সোজাসাপ্টা স্বীকারোক্তি হায়দ্রাবাদ অধিনায়কের

নিষ্প্রভ আইপিএল ফাইনাল: হায়দ্রাবাদকে হেলায় হারিয়ে তৃতীয় শিরোপা কলকাতার

ঢাকায় বঙ্গবন্ধু কাপ কাবাডি টুর্নামেন্ট, অংশ নিচ্ছে তিন মহাদেশের ১২ দল

বাইরের দেশে বাংলাদেশের ক'জন খেলোয়াড় খেলে, প্রশ্ন নান্নুর

মিতব্যয়ী বোলিংয়ে ইতিহাস গড়লেন রিশাদ হোসেন

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে বিপাকে ভারত, দলে থাকছেন না দুই তারকা

এই প্রথম সাকিব-মুস্তাফিজকে ছাড়া ফাইনাল খেলছে কলকাতা-হায়দরাবাদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :