ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতে হবে: এসএম কামাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মে ২০২২, ১৮:৩৪

১৯৭৫ সালে বঙ্গবন্ধুর খুনি আর ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্ৰেনেড হামলাকারী ও ষড়যন্ত্রকারীদের ‘দাঁতভাঙা জবাব’ দিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।

মঙ্গলবার বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলনে এসব কথা বলেন কামাল হোসেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বৈশ্বিক মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধে যখন বিশ্বের উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে , সেই সব দেশের অর্থনীতিতে যখন ধস নেমেছে, বিশ্বে যখন খাদ্য ও জ্বালানি সংকট দেখা দিয়েছে, তখন এই সমস্যার প্রভাব অন্যান্য দেশে দেখা দিয়েছে। উন্নত দেশ যুক্তরাষ্ট্রের শতকরা ২৫ ভাগ লোক এক বেলা না খেয়ে থাকে। সেই সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সততা, সাহসিকতা , দেশপ্রেম ও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে উন্নত অর্থনীতির ভিত্তির উপর দাঁড় করিয়ে দেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার নিশ্চয়তা দিয়ে যাচ্ছেন।

এসএম কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের তিনজন সৎ প্রধানমন্ত্রীর একজন এবং বিশ্বের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিতীয় প্রধানমন্ত্রী। তার বিরুদ্ধে আজকে ৭৫’-এর খুনি এবং ২১ আগস্টের গ্ৰেনেড হামলার প্রধান আসামি তারেক জিয়া ও তার প্রতিনিধিরা দেশ ও দেশের বাইরে বসে ষড়যন্ত্র করছে। এই কঠিন সময়ে দেশের মানুষের পাশে না দাঁড়িয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রকারীরা কখনো দেশের মানুষের ভালো চায় না।

আওয়ামী লীগের এই নেতা তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি জামায়াতসহ সব অপশক্তি ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতে হবে। এজন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। যখনি শেখ হাসিনার নেতৃত্বের উন্নয়ন অগ্রগতি দেখে, তখনি তাদের গা জ্বালা করে। দেশের মানুষের ভালো থাকা তারা দেখতে পারেন না। এজন্য বার বার বিভিন্ন বিষয় নিয়ে গুজব, অপপ্রচারে লিপ্ত থাকেন তারা। তাই ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারী প্রতিহত করে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। জনগণের সেবা করাই হলো আওয়ামী লীগের ধর্ম, নেতাকর্মীদের ধর্ম।

(ঢাকাটাইমস/২৪মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :