ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আলী হাসান, ৩ অফিসে নতুন পরিচালক

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২২, ১৯:৩৯
অ- অ+

ইসলামী বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারসহ তিন অফিসে নতুন ভারপ্রাপ্ত পরিচালককে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান-এর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় পরিকল্পনা ও উন্নয়ন ডিভিশনের পরিচালক (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসানকে বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

এছাড়াও তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসাবে উপ-রেজিস্ট্রার ড. মো. আমানুর রহমানকে, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসাবে উপ-পরিচালক (অডিট) শেখ মো. জাকির হোসেনকে এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসাবে উপ-রেজিস্ট্রার (প্রশাসন-১) ড. মো. নওয়াব আলীকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

তারা যথাক্রমে মো. আতাউল হক, মো. ছিদ্দিক উল্যা এবং এইচ. এম. আলী হাসান-এর স্থলাভিষিক্ত হয়েছেন।

বুধবার রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানো হয়। এতে বলা হয়, ৩০ জুন ২০২২ তারিখ থেকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদেরকে প্রদত্ত দায়িত্ব পালন করে যেতে বলা হয়েছে।

( ঢাকাটাইমস/২৯জুন/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা