রাঙ্গুনিয়ায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

চট্টগ্রাম (রাঙ্গুনিয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২২, ২১:৩৮
অ- অ+

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (১ জুলাই) রাতে ক্ষেত পাহারা দিতে বের হয়ে আবদুল আজিজ (৬৫) নামে ওই কৃষকের মৃত্যু হয়। শনিবার সকালে তার লাশ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন।

আবদুল আজিজের (৬৫) বাড়ি উপজেলার পদুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্বপারা গ্রামে।

নিহত ব্যক্তির স্বজনরা জানান, কয়েক দিন ধরে রাতে পাহাড় থেকে নেমে বন্য হাতির দল ওই কৃষকের ক্ষেত বিনষ্ট করে দিচ্ছিল। শুক্রবার (১ জুলাই) রাত আটটার দিকে ওই ক্ষেত পাহারা দিতে যান কৃষক আবদুল আজিজ। এরপর রাতে আর তিনি ফেরেননি।

কৃষক আবদুল আজিজের প্রতিবেশী স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, শনিবার সকালে স্থানীয় কয়েকজন কৃষক ওই পাহাড়ি এলাকায় গেলে আজিজের লাশ দেখতে পান। শরীরে হাতির পায়ে পিষ্ট হওয়ার চিহ্ন রয়েছে। রাতের কোনো এক সময় বন্য হাতি তার ওপর আক্রমণ করে বলে ধারণা করা হচ্ছে। তার লাশ বাড়িতে নিয়ে আসা হয়েছে।

বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মাসুম কবির বলেন, হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষক মারা যাওয়ার খবর পেয়েছেন।

(ঢাকাটাইমস/০২জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদের রক্ত, বিপ্লব সমুন্নত হোক: আসিফ মাহমুদ
 ‘জুলাই স্মৃতিতে এক হই আমরা’: বিএনপির কর্মসূচির প্রশংসায় ফারুকী
আজ ব্যাংক হলিডে: লেনদেন ও মোবাইল ব্যাংকিং বন্ধ, ছুটি শেয়ারবাজারেও
৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা