সিআইডিতে নতুন অতিরিক্ত ডিআইজি পদে চার কর্মকর্তা, নাম জানাচ্ছে ঢাকা টাইমস

পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর অতিরিক্ত ডিআইজি হিসেবে শিগগিরই নতুন চার কর্মকর্তাকে দেখা যাবে বলে সূত্রগুলো নিশ্চিত করেছে ঢাকা টাইমসকে। জানা গেছে, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত শফিকুল ইসলাম অতিরিক্ত ডিআইজি হিসেবে সিআইডিতে পদায়ন পাচ্ছেন। খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলামকেও একই পদে সিআইডিতে পদায়নের প্রস্তাব করা হয়েছে বলে জানতে পেরেছে ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের সূত্রগুলো ঢাকা টাইমসকে জানায়, অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দ জান্নাত আরা সিআইডিতে পদায়ন পাচ্ছেন। তিনি এর আগেও বিশেষ পুলিশ সুপার হিসেবে সিআইডিতে কর্মরত ছিলেন। এছাড়া অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া সিআইডির বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তার একই কর্মস্থলে পদায়ন পেতে যাচ্ছেন।
ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমকে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদায়নের এই প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর তা প্রজ্ঞাপন আকারে জারি হবে।
(ঢাকা টাইমস/১৩জুলাই/এফএ)
সংবাদটি শেয়ার করুন
বিশেষ প্রতিবেদন বিভাগের সর্বাধিক পঠিত
বিশেষ প্রতিবেদন এর সর্বশেষ

প্রসূতি আঁখি ও নবজাতকের মৃত্যু: তদন্তের তথ্য জানাতেও গড়িমসি সেন্ট্রাল হাসপাতালের

লভ্যাংশ দেয়নি ৯ মাসেও: বিনিয়োগকারীর টাকায় ফরচুন সুজ মালিকের ক্রিকেট বিলাস!

কেন মন খারাপ ডা. সাবরিনার?

অক্টোবর ঘিরে চলবে রাজপথ দখলের লড়াই

হঠাৎ মাঠে নিষিদ্ধ হিযবুত তাহরীর, সেঁটেছে পোস্টার বিলাচ্ছে লিফলেট, উদ্দেশ্য কী?

এবার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি পাবেন খালেদা জিয়া, তবে...

বিএনপি নির্বাচনে না এলে ‘আসন’ বাড়বে মহাজোট শরিকদের

অন্যের স্বত্ব নিয়ে দুর্নীতি: কপিরাইট অফিসের দুই কর্মচারী এখন অঢেল বিত্ত ভৈববের মালিক

দলে ফিরতে চান হাজারের বেশি ‘বহিষ্কৃত’, বিএনপি দপ্তরে চিঠির স্তূপ
