ধাওয়ান কিভাবে অধিনায়ক হয়, প্রশ্ন জাদেজার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২২, ১৭:২৭
অ- অ+

এক সময় দলের অবিচ্ছেদ্য অংশ হলেও সম্প্রতি একাদশেই জায়গা হচ্ছিলো না ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানের। কিন্তু হঠাৎ করেই দলে ফিরে নেতৃত্বের ভারও পেয়েছেন তিনি। তাতেই ক্ষেপেছেন কেউ কেউ। ধাওয়ান কিভাবে দলের অধিনায়ক হয়, তা নিয়ে প্রশ্নও তুলেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক অজয় জাদেজার।

ভারতীয় ক্রিকেট দলে তারকার অভাব নেই। তাইতো এক সময়ের দলের গুরুত্পূর্ণ সদস্য কিছুদিন পরেই আর একাদশে জায়গা পান না। শিখর ধাওয়ানকেও একই কাতারে ফেলাই যায়। তিন বছর আগে ভারত দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ধাওয়ান। কিন্তু চলতি বছরের শুরু থেকে আর জায়গা হচ্ছিলো না তার।

ওপেনিংয়ে শিখর ধাওয়ানের পরিবর্তে আনা হয় লোকেশ রাহুলকে। মূলত তারুণ্য নির্ভর দলের দিকেই ঝুঁকে ক্রিকেটবিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির ক্রিকেট বোর্ড। কিন্তু হুট করে আবারও দলে আনা হয়েছে ধাওয়ানকে। সেই সঙ্গে দেওয়া হয়েছে নেতৃত্বের ধারও।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের অফিসিয়াল ব্রডকাস্টারের একটি অনুষ্ঠানে ধাওয়ান প্রসঙ্গে সাবেক ক্রিকেটার অজয় জাদেজা বলেন, ‘শিখর ধাওয়ানকে নিয়ে আমি মোটেও চিন্তা করছি না। সে দলে কিভাবে আসলো- সেটাই আমার প্রশ্ন। কয়েকমাস আগেই ওকে দল থেকে বাদ দেয়া হলো। আবার হুট করেই দলে এনে নেতৃত্বের ধারও উঠলো তার কাঁধে।’

অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে ভালোই করছেন শিখর ধাওয়ান। তার নেতৃত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে ভারত। আর ব্যাট হাতে প্রথম ম্যাচে ৯৭ রান ও দ্বিতীয় ম্যাচে ১৩ রান করেন ধাওয়ান।

(ঢাকাটাইমস/২৬জুলাই/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়াকে কারাগারে চরম নির্যাতনের অভিযোগ, জড়িতদের বিচারের দাবি মির্জা আব্বাসের
নকল মাস্টার্স সনদে তিন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষমতার চেয়ারে! নরসিংদীতে বিএনপি নেতার কীর্তি ফাঁস
ধানমন্ডি ৩২ ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা
ধানমন্ডি ৩২-এ ফুল হাতে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে আসা রিকশাচালককে মারধর, উদ্ধার করল পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা