ববিতার জন্মদিন, কোথায় কীভাবে কাটছে জেনে নিন

বাংলাদেশি চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। যার শোকেজে সাজানো রয়েছে আট আটটি ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। এছাড়া আছে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ ও ‘বাচসাস পুরস্কার’সহ অসংখ্য নামিদামি সম্মাননা। দীর্ঘ অভিনয় জীবনে তিনি দর্শকদের উপহার দিয়েছেন বহু সুপারহিট সিনেমা। আবার কিছু সিনেমা তিনি প্রযোজনাও করেছেন।
সেই গুণী অভিনেত্রীর আজ জন্মদিন। ১৯৫৩ সালের ৩০ জুলাই বাগেরহাটে জন্মগ্রহণ করেন ববিতা। যদিও তাদের পৈতৃক নিবাস যশোরে। তার বাবা নিজামুদ্দীন আতাউর একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং মা জাহান আরা বেগম ছিলেন একজন চিকিৎসক। বাবার চাকরি সূত্রে তারা তখন বাগেরহাটে থাকতেন। অভিনেত্রী সুচন্দা ও চম্পা হচ্ছেন ববিতার আপন বোন।
এবারের জন্মদিনটা সুর্দর কানাডায় একমাত্র ছেলে অনিকের সঙ্গে কাটাচ্ছেন ববিতা। গত ২৪ জুলাই তিনি এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে চড়ে দেশটিতে উড়ে যান। সঙ্গে করে ছেলের জন্য নিয়ে যান নিজ হাতে বানানো আমের আচার। জন্মদিনের পরিকল্পনা সম্পর্কে ববিতা গণমাধ্যমে জানিয়েছেন, ‘মা-ছেলে একসঙ্গে মজার সব রান্না করব। রান্না করতে মন না চাইলে বাইরে গিয়ে কোথাও খাবো। রাতে কেক কাটব।’
এর আগে গত বছরের জন্মদিন দেশেই কাটান ববিতা। সে সময় জীবনের একটি বিশেষ কথা প্রকাশ করেন অভিনেত্রী। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নায়িকা জানান, প্রয়াত নায়ক জাফর ইকবালকে তিনি পছন্দ করতেন। তাকে ভালোও বাসতেন।
ববিতার কথায়, ‘জাফর ইকবালকে ভীষণ পছন্দ করতাম। খুবই স্মার্ট, গুড লুকিং। আমি তাকে ভালোবাসতাম, সেও আমাকে ভালোবাসত। শুটিংয়ের অবসরে অথবা নানা আড্ডায় আমাকে সে গান শেখাত। আমরা দুজন গিটার বাজিয়ে ইংরেজি গানের চর্চা করতাম।’
বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা জুটি ছিলেন ববিতা ও জাফর ইকবাল। সত্তর-আশির দশকে তুমুল জনপ্রিয় ছিলেন তারা। একসঙ্গে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। সে সব ছাপিয়ে ইন্ডাস্ট্রিতে বেশি চর্চা হতো ববিতা ও জাফর ইকবালের পর্দার বাইরের রসায়ন নিয়ে। তাদের প্রেমের সম্পর্কের গুঞ্জন তখন থেকেই।
(ঢাকা টাইমস/৩০ জুলাই/এএইচ)

মন্তব্য করুন