মাদারীপুরে হত্যা মামলার আসামিকে গলাকেটে হত্যা

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২২, ১৬:০৫
অ- অ+

মাদারীপুরের রাজৈর উপজেলায় শাহীন চোকদার (২৪) নামে হত্যা মামলার এক আসমিকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাজিতপুরে ইউনিয়ন পরিষদের পাশে গণউন্নয়ন প্রকল্পের পরিত্যক্ত একটি বাগান বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শাহীন চোকদার একই এলাকার মোস্তফা চোকদারের ছেলে। সে বাজিতপুর গ্রামের সোহেল হাওলাদার হত্যা মামলার ৬নং আসামী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (রাজৈর সার্কেল) মো. আনিচুজ্জামান।

নিহতের পরিবার ও স্থানীয়দের বরাতে আনিচুজ্জামান বলেন, সকাল ১০টার দিকে উপজেলার বাজিতপুরে ইউনিয়ন পরিষদের পাশে গণউন্নয়ন প্রকল্পের পরিত্যক্ত একটি বাগান বাড়িতে শাহীন চোকদারের গলাকাটা মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে রাজৈর থানা পুলিশকে খবর দিলে মৃতদেহ উদ্ধার করা হয়। এসময় শাহীনের গলাকাটা ও শরীরের একাধিক স্থানে ধারালো কোপের চিহ্ন রয়েছে। এছাড়াও তার পা ও হাতের রগ কাটা ছিল। নিহতের মরদেহ উদ্ধার করে মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

তিনি আরো জানান, শাহীন চৌদিদার দেড় বছর আগে বাজিতপুর এলাকার সোহেল হাওলাদার হত্যা মামলার ৬নং আসামি ছিলো বলে জেনেছি। কিছু দিন আগে তিনি জামিন নিয়ে এলাকায় আসেন। রাতে ঘর থেকে কে বা কারা তার ঘর থেকে ডেকে নিয়ে নৃংশসভাবে হত্যা করেছে।

নিহতের পিতা মোস্তফাক চৌদিকার বলেন, ‘আমার ছেলে রাতে ঘরে ঘুমিয়ে পড়ে। আমার স্ত্রীও অন্য রুমে ঘুমিয়ে ছিল। রাতে কেউ আমার ছেলেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করে ফেলে রেখে গেছে। আমার মনে হয়, সোহেল হত্যার কারণে তাদের লোকজনই আমার ছেলেকে তারা খুন করেছে। আমি এই নিংশস হত্যা বিচার চাই। এভাবে কোন পশুকেএ মানুষ হত্যা করতে পারে না। যেভাবে আমার ছেলেকে ওরা হত্যা করেছে।’

নিহত শাহীনের মা হামিদা খাতুন বলেন, ‘আমার ছেলে মাদারীপুর সরকারী কলেজের ব্যবস্থাপনা শাখায় অর্নাস প্রথম বর্ষের ছাত্র ছিলো। কিন্তু দেড় বছর আগে সোহেল হাওলাদার হত্যা মামলায় তাকে ৬নং আসামী করা হয়। কয়েকদিন আগে জামিনে বেরিয়ে বাড়িতে আসে। এই সুযোগে শত্রুরা আমার ছেলেকে রাতে ডেকে হত্যা করে ফেলে গেছে। আমার ছেলে হত্যার বিচার চাই।’

(ঢাকাটাইমস/৭আগস্ট/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্ট্যান্ডার্ড ব্যাংক ও ন্যাশনাল পেনশন অথরিটির মধ্যে সমঝোতা স্মারক
জামায়াতে ইসলামীর সমাবেশে প্রথম পর্বে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সোহরাওয়ার্দী উদ্যানে জনসমুদ্র
ভ্যাপসা গরম ও ভিড়ের কারণে রমনা পার্কেও অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা
প্রেম এক অনিঃশেষ অনুভুতির নাম: এম এম মাহবুব হাসান-এর ‘প্রথম প্রেমের স্পর্শ’ নিয়ে এক শিহরিত শিল্প-ভ্রমণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা