মালিতে জঙ্গি হামলায় ৪২ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২২, ১৩:১৫| আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৪:৩৫
অ- অ+

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে এক হামলায় ৪২ সেনা নিহত হয়েছে। রবিবার দেশটির তেসিত শহরে হামলার ঘটনাটি ঘটে বলে বুধবার জানানো হয়েছে। দেশটির সরকারের দাবি, এই হামলার জন্য আইএসের সহযোগী সংগঠন দায়ী। খবর রয়টার্সের।

পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলজুড়ে ছড়িয়ে থাকা জঙ্গি গোষ্ঠী এক দশক ধরে বিদ্রোহ করে আসছে। মালির সেনাবাহিনী তাদের দমনে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। রবিবারের হামলাটি স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়।

সরকারের বিবৃতিতে বলা হয়, তেসিতে মালিয়ান সেনা ইউনিটের ওপর জঙ্গিগোষ্ঠীর সশস্ত্র হামলার তীব্র নিন্দা জানানো হচ্ছে। হামলাটি সম্ভবত ইসলামিক স্টেট ইন দ্য গ্রেটার সাহারা (আইএসজিএস) ড্রোন, বিস্ফোরক, গাড়ি বোমা এবং আর্টিলারির মাধ্যমে করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, কয়েক ঘণ্টার প্রচণ্ড লড়াইয়ে সৈন্যরা ৩৭ জঙ্গিকে হত্যা করেছে।

এর আগে সেনাবাহিনী বলেছিল, হামলায় ১৭ সেনা নিহত হয়েছে এবং নয়জন নিখোঁজ রয়েছে।

গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ২০২০ সাল থেকে মালি শাসন করছে সামরিক সরকার। সহিংসতার লাগাম টানতে না পারার ব্যর্থতার হতাশাও সামরিক বাহিনীর ক্ষমতা দখলের একটি কারণ ছিল। কিন্তু এরপরও সচরাচর হামলার ঘটনা ঘটেই চলেছে।

জুলাইয়ের শেষ দিকে মালির মূল সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছিল আল-কায়েদার অনুগত একটি সন্ত্রাসী গোষ্ঠী।

(ঢাকাটাইমস/১১আগস্ট/এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খিলক্ষেতে কাভার্ডভ্যান চাপায় ২ পরিচ্ছন্নতা কর্মী নিহত
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩, নিখোঁজদের সন্ধান চলছে
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৮ ফিলিস্তিনি নিহত
ঢাকাসহ দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা