প্রিয় বাংলা-কাব্যশীলন বই আলোচনা প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২২, ১১:২১| আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৮
অ- অ+

বইয়ের সেরা আলোচকদের সঙ্গে লেখক আড্ডা, চা-চক্র ও বই পুরস্কারের সুযোগ করে দিচ্ছে ওয়েবম্যাগ কাব্যশীলন ও প্রকাশনা সংস্থা প্রিয় বাংলা। এ উপলক্ষে চতুর্থবারের মতো অভিনব বই আলোচনার আয়োজন করা হয়েছে।

এ পর্ আলোচনার জন্য নির্বাচিত বই হলো গোলাম কিবরিয়া পিনুর কাব্যগ্রন্থ ‘নির্বাচিত কবিতা’ (এবং মানুষ), মালেক মাহমুদের কিশোর কবিতা 'একুশ আমার পতাকা আমার’ (প্রিয় বাংলা প্রকাশন), ইলিয়াস ফারুকীর গল্পগ্রন্থ ‘ভাই, রাইফেল ও স্বাধীনতা’ (হরিৎপত্র), মিলু শামসের গল্পগ্রন্থ ‘অমরলোকের প্রত্যাগত' (কাকলী প্রকাশনী), ইভান অনিরুদ্ধ গল্পগ্রন্থ ‘করোনা আর কিছু মিথ্যেবাদী রাখালের গল্প’ (পাললিক সৌরভ)।

ওয়েবম্যাগ কাব্যশীলনের প্রকাশক কবি ফখরুল হাসান জানান, একজন পাঠক একাধিক বইয়ের আলোচনায় অংশ নিতে পারবেন। এতে বিচারক হিসেবে থাকবেন ফারুক মাহমুদ, মোহিত কামাল, জাকির তালুকদার। প্রিয় বাংলা ও কাব্যশীলনের সঙ্গে জড়িত কেউ এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।

ফখরুল হাসান বলেন, বইগুলোর রচনাশৈলী ও যোগ্যতার ওপর ভিত্তি করে পর্যালোচনা করতে হবে। পাঠে যে আনন্দ পাবেন, সে অনুভূতি অন্যের সঙ্গে ভাগ করবেন।

নির্ধারিত বইয়ের আলোচনা [email protected] ঠিকানায় পাঠাতে হবে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বই আলোচনা পাঠানো যাবে।

(ঢাকাটাইমস/০১সেপ্টেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধি বর্ষা
শরীয়তপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের মানববন্ধন
ইউনিয়ন ব্যাংকের নবগঠিত নিরীক্ষা কমিটির ১০ম সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে দুই মাথাবিশিষ্ট শিশুর জন্ম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা