প্রিয় বাংলা-কাব্যশীলন বই আলোচনা প্রতিযোগিতা

বইয়ের সেরা আলোচকদের সঙ্গে লেখক আড্ডা, চা-চক্র ও বই পুরস্কারের সুযোগ করে দিচ্ছে ওয়েবম্যাগ কাব্যশীলন ও প্রকাশনা সংস্থা প্রিয় বাংলা। এ উপলক্ষে চতুর্থবারের মতো অভিনব বই আলোচনার আয়োজন করা হয়েছে।
এ পর্ আলোচনার জন্য নির্বাচিত বই হলো গোলাম কিবরিয়া পিনুর কাব্যগ্রন্থ ‘নির্বাচিত কবিতা’ (এবং মানুষ), মালেক মাহমুদের কিশোর কবিতা 'একুশ আমার পতাকা আমার’ (প্রিয় বাংলা প্রকাশন), ইলিয়াস ফারুকীর গল্পগ্রন্থ ‘ভাই, রাইফেল ও স্বাধীনতা’ (হরিৎপত্র), মিলু শামসের গল্পগ্রন্থ ‘অমরলোকের প্রত্যাগত' (কাকলী প্রকাশনী), ইভান অনিরুদ্ধ গল্পগ্রন্থ ‘করোনা আর কিছু মিথ্যেবাদী রাখালের গল্প’ (পাললিক সৌরভ)।
ওয়েবম্যাগ কাব্যশীলনের প্রকাশক কবি ফখরুল হাসান জানান, একজন পাঠক একাধিক বইয়ের আলোচনায় অংশ নিতে পারবেন। এতে বিচারক হিসেবে থাকবেন ফারুক মাহমুদ, মোহিত কামাল, জাকির তালুকদার। প্রিয় বাংলা ও কাব্যশীলনের সঙ্গে জড়িত কেউ এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
ফখরুল হাসান বলেন, বইগুলোর রচনাশৈলী ও যোগ্যতার ওপর ভিত্তি করে পর্যালোচনা করতে হবে। পাঠে যে আনন্দ পাবেন, সে অনুভূতি অন্যের সঙ্গে ভাগ করবেন।
নির্ধারিত বইয়ের আলোচনা [email protected] ঠিকানায় পাঠাতে হবে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বই আলোচনা পাঠানো যাবে।
(ঢাকাটাইমস/০১সেপ্টেম্বর/এফএ)
সংবাদটি শেয়ার করুন
ভাষা ও সাহিত্য বিভাগের সর্বাধিক পঠিত
ভাষা ও সাহিত্য এর সর্বশেষ

হেরিটেজ স্টেশনে

কথাসাহিত্য কেন্দ্রের মাসিক গল্প পাঠ ও আড্ডা

নীলাম্বরী কাজীবাড়ী

নোবেল বিজয়ী জাপানি লেখক কেনজাবুরো ওয়ে মারা গেছেন

‘সৃজনশীল সাহিত্যের আবেদন সর্বকালীন’

“শতবর্ষে সোমেন” শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

শালুক আন্তর্জাতিক সাহিত্য সম্মিলন শুরু শুক্রবার

সেই ছেলেটি!

১০ মার্চ শালুক আন্তর্জাতিক সাহিত্য সম্মিলন
