পশ্চিমবঙ্গের গবেষক প্রাবন্ধিক প্রভাত কুমার দাসের প্রয়াণ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩২| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩৭
অ- অ+

পশ্চিমবঙ্গের গবেষক প্রাবন্ধিক ও সম্পাদক ড. প্রভাত কুমার দাস মারা গেছেন।

শনিবার কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

পরিশ্রমী অনুসন্ধিৎসু এই গুণী গবেষক দীর্ঘদিন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা বিভাগের প্রধান ছিলেন। এ ছাড়াও পশ্চিমবঙ্গ বাংলা আকাডেমির প্রথম প্রকাশন সম্পাদক ও বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রকাশন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন । সম্পাদনা করেছেন নাট্য আকাদেমি পত্রিকা, যাত্রা আকাদেমি পত্রিকা ও বহুরূপী নাট্যপত্র।

পত্র-পত্রিকার সূচি ও ইতিহাস প্রণয়নে অভিজ্ঞ এই নিরলস সাহিত্য সাধক বাংলাদেশের থিয়েটার পত্রিকা নিয়ে রচনা করেছেন এক তথ্য বহুল গবেষণাধর্মী গ্রন্থ ‘থিয়েটার পত্রিকার চল্লিশ বছর’। কিছুদিন আগে প্রকাশিত তাঁর ‘যাত্রার সঙ্গে বেড়ে ওঠা’ গ্রন্থ সুধীমহলের বিশেষ প্রশংসা লাভ করেছে।

থিয়েটার সম্পাদক রামেন্দু মজুমদার প্রভাত কুমার দাসের আকস্মিক প্রয়াণে গভীর শোক জানিয়েছেন। আরও শোক প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি লেখক-প্রকাশক মফিদুল হক, লেখক-গবেষক ফয়জুল লতিফ চৌধুরী ও বাংলাদেশ থিয়েটার আর্কাইভের পরিচালক বাবুল বিশ্বাস।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/পিআর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা