বেনাপোলের গোগা সীমান্তে ১০ স্বর্ণের বারসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৯
অ- অ+

বেনাপোলের গোগা সীমান্ত এলাকায় সারের ব্যাগে মিলল ১০ টি স্বর্ণের বার। এ সময় সাকিব হোসেন (১৮) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গোগা সীমান্তের গাজীপাড়া থেকে তাকে আটক করা হয়।

আটক সাকিব গোগা গ্রামের মৃত-কালাম হোসেনের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল তানভীর রহমান (পিএসসি) জানান, গোপন খবর আসে একজন পাচারকারী স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে গোগা সীমান্তের গাজীপাড়া পাকা রাস্তার উপর অবস্থান করছে। এমন খবরে বিজিবির একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে ওই পাচারকারীকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে তার হাতে থাকা সারের ব্যাগে তল্লাশি চালিয়ে ১০ টি স্বর্ণের বার জব্দ করা হয়।

জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ২৩৩ গ্রাম। যার বাজার মূল্য প্রায় কোটি টাকা।

তিনি আরও জানান, স্বর্ণের পাচার রোধে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা