‘দুটো বড় সমস্যা ও বিপদ’ দেখছেন হাসানুল হক ইনু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২২, ১৪:৩৭

অস্বাভাবিক সরকার ও রাজাকারদের ক্ষমতায় আনার ষড়যন্ত্র মোকাবেলা করার পাশাপাশি দুর্নীতি-লুটপাট-দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ করতে হবে: ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘আমরা খোলা চোখে দুটো বড় সমস্যা ও বিপদ দেখছি।

এ দুই ‘সমস্যা ও বিপদের’ মধ্যে একটি দুর্নীতি-লুটপাট-বৈষম্য-দ্রব্যমূল্যের উর্ধগতি, জনগণের যাপিত জীবনের দুঃখ-কষ্ট-দুর্ভোগ বলে উল্লেখ করেন তিনি।

অপরটি হলো- রাজাকার-জঙ্গি-সাম্প্রদায়িক চক্র তাদের রাজনৈতিক মিত্র বিএনপির মাধ্যমে আক্রমণ করছে, মীমাংসিত বিষয় অমীমাংসিত করছে, জাতির পিতা মানছে না, সমগ্র রাষ্ট্রের অস্তিত্বের ওপর আক্রমণ পরিচালনা করছে।

শুক্রবার সকাল ১১টায়, রাজধানীর ৩৫-৩৬, বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ঢাকা বিভাগীয় জাসদের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘বিএনপি-জামাত চক্র ও তাদের রাজনৈতিক মিত্রদের এ চক্রান্ত অস্বাভাবিক সরকার ও রাজাকারদের ক্ষমতায় আনার ষড়যন্ত্র মোকাবেলা করার পাশাপাশি দুর্নীতি-লুটপাট-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে’-বলেন হাসানুল হক ইনু।

প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার।

মানিকগঞ্জ জেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকির সভাপতিত্বে ও শরীয়তপুর জেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা স.ম. আব্দুল মালেকের সঞ্চালনায় এ প্রতিনিধি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- জাসদ উপদেষ্টামণ্ডলির সদস্য আব্দুল মতিন মিয়া, বীরমুক্তিযোদ্ধা এড. মো. আব্দুর রফিক, স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, মোশাররফ হোসেন, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সহ-সভাপতি আফরোজা হক রীনা, নুরুল আকতার, বীরমুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, শওকত রায়হান, নইমুল আহসান জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, সদস্য মুনিরুল হক মনির, শেখ মাসুদার রহমান মাসুদ, মোসলেম উদ্দিন আহমেদ, শারমিন সুলতানা, আশরাফুল হক ঝন্টু, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি ইদ্রিস ব্যাপারী ও সাধারণ সম্পাদক এড. মুহিবুর রহমান মিহির, ঢাকা জেলা জাসদের সভাপতি মফিজুর রহমান, টাঙ্গাইল জেলা জাসদের সাধারণ সম্পাদক মনজুর রহমান মজনু, গাজীপুর জেলা জাসদের সাধারণ সম্পাদক বাচ্চু মণ্ডল প্রমুখ।

(ঢাকাটাইমস/০৭অক্টোবর/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :