জামালপুরে আ.লীগের পদ পেলেন মৃত ব্যক্তি!

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২২, ১৯:৩০

জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের কমিটিতে আব্দুল আজিজ মাস্টার নামে এক মৃত ব্যক্তিকে সদস্য পদ দেয়ার অভিযোগ উঠেছে। নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম, তৃণমূল নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে তুমুল সমালোচনার ঝড় বইছে।

জানা যায়, গত ১২ নভেম্বর পৌর শহরের সিংহজানী বালক বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে সভাপতি সাধারণ সম্পাদক পদের জন্য একাধিক নেতা প্রার্থী হয়েছিলেন। দ্বিতীয় অধিবেশনে পুনরায় ডা. আব্দুল মান্নান খানকে সভাপতি হাফিজুর রহমান স্বপনকে সাধারণ সম্পাদক নির্বাচন করে তিন বছরের জন্য কমিটি ঘোষণা করেন।

নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি তৈরি করেন এবং জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক তা গত ১৯ নভেম্বর অনুমোদন করেন। সেই পূর্ণাঙ্গ কমিটিতে ৪৬ নাম্বার সদস্য পদটি মৃত আব্দুল আজিজ মাস্টারকে দেয়া হয়েছে। মৃত সদস্য পদ পাওয়া আব্দুল আজিজ মাস্টার সদর উপজেলার নুরুন্দি বনগ্রাম এলাকার মতিউর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আজিজ মাস্টার গত ২০২১ সালের মে মাসের ১১ তারিখে রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সদর উপজেলার গোপালপুর এমএল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম আব্দুল আজিজ মাস্টারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুল আজিজ মাস্টার ইংরেজি শিক্ষক ছিলেন। গত বছর তিনি মারা গেছেন।

বিষয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন জানান, সম্মেলনের সময় শোক প্রস্তাবে তার নাম ছিল। একই কম্পিউটার কাজ করার কারণে প্রিন্টিং মিস্টেক হয়েছে। ওই নামের সংশোধনী দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :