মির্জাপুরে রাতের আঁধারে পাহাড়ি টিলা কাটায় গ্রেপ্তার ৮

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৩, ১৮:৩৩

টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আধারে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে পাহাড়ী টিলা ও সমতল ভূমির মাটিকাটার অপরাধে ৮ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় মাটি বোঝাই ৫টি ড্রাম ট্রাকও জব্ধ করা হয়।

শনিবার রাতে উপজেলার গোড়াই-সখিপুর সড়কের পাঁচগাও গ্রামের হোসেন মার্কেট এলাকায় টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

এ সময় থানা পুলিশের একটি দল তাদের সঙ্গে ছিল। এ ব্যাপারে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন মির্জাপুর উপজেলার গোড়াই গন্ধব্যপাড়া গ্রামের বিপ্লব সরকার (২৫), উপজেলার আজগানা গ্রামের নাহিদ সিকদার (১৫), গোড়াই সৈয়দপুর গ্রামের জালাল মিয়া (৪৫), বেলতৈল গ্রামের ফারুক মোল্লা (২৪), একই গ্রামের খাইরুল ইসলাম (২১), আলামিন (২৪), গাজীপুর জেলার টুঙ্গি থানার পলাসোনা গ্রামের মামুন মিয়া (২৮) ও গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার তালুক ঘোড়াবান্ধা গ্রামের মো. মাজু শেখ (২৭)।

গ্রেপ্তারকৃতরা উপজেলার উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতিল ও তরফপুর ইউনিয়নের টাকিয়া কদমা নয়াপড়া সাকিন্থ জনৈক শবদের মেম্বারের বাড়ীর দক্ষিন পাশের পাহাড়ী টিলা ও সমতল ভূমি হতে ভেকু মেশিন দিয়ে মাটি কাটিয়া ড্রাম ট্রাকে ভরিয়া বিভিন্ন ইটখোলায় বিক্রি করে থাকে।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬ (খ) এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫ (১) ধারা লঙন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এ ব্যাপারে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধরের সঙ্গে কথা হলে তিনি মামলার কথা স্বীকার করে বলেন, রাতের আধারে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে পাহাড়ী টিলা ও সমতল ভূমির মাটিকেটে পরিবেশ ধ্বংসের অপরাধে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মির্জাপুর থানার পরিদর্শক তদন্ত মো. গিয়াস উদ্দিন মামলার কথা স্বীকার করে বলেন, গ্রেপ্তারকৃত আটজনকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :