সাফ নারী চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-২০

প্রথমার্ধে দুই গোলে এগিয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৬| আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪৩
অ- অ+

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালের প্রথমার্ধে সাহেদা আক্তার রিপা ও শামসুন্নাহারের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে গেল বাংলাদেশের মেয়েরা। ব্যবধান ধরে রাখেতে পারলেই শিরোপা নিজেদের করে নেবে স্বাগতিকরা।

পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশ নারী অনূর্ধ্ব-২০ ফুটবল দল গ্রুপসেরা হয়ে ফাইনালের টিকিট পেয়েছে। গ্রুপপর্বের ৩ ম্যাচে দুটি জয় ও একটি ড্রতে তাদের সংগ্রহে ছিল ৭ পয়েন্ট। অন্যদিকে সমান ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নেয় নেপাল।

ফাইনাল ম্যাচে নেপালের বিপক্ষে সহজ জয়ের স্বপ্নই দেখেছিল বাংলাদেশের মেয়েরা। কেননা পুরো টুর্নামেন্টে অপরাজিত রয়েছে তারা। জয়ের লক্ষ্যে খেলতে নেমে ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালাতে থাকেন শামসুন্নাহার-রিপারা। অবশ্য ছাড় দিয়ে কথা বলেনি নেপালও। এরপর গোলের দেখা মিলছিল না।

অতপর ম্যাচের ৪১তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। মাঠের বামপ্রান্ত থেকে লম্বা পাস দেন স্বপ্না রাণী সরকার। সেটা রিসিভ করে আকলিমাকে পাস দেন শাহেদা আক্তার রিপা। কিন্তু বক্সের ভেতরে পড়ে গিয়ে বল হারান আকলিমা। অন্যদিকে নেপালের রক্ষণভাগ শঙ্কা মুক্ত করতে গেলে বল পেয়ে যান রিপা। বক্সের ঠিক বাইরে থেকে বল পাঠিয়ে দেন নেপালের জালে। আর অতিরিক্ত সময়ের শামসুন্নাহারের গোলে ব্যবধানে দ্বিগুণ হয়।

(ঢাকাটাইমস/০৯ফেব্রুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা