সাগর-রুনী হত্যার ১১ বছর

বিচারের বাণী যেখানে নিভৃতে কাঁদে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫৫

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনী হত্যাকাণ্ডের ১১ বছর পূর্ণ হয়েছে আজ ১১ ফেব্রুয়ারি। ২০১২ সালের আজকের দিনে রাজধানীর রাজাবাজারের ভাড়া বাসার শয়নকক্ষে নৃশংসভাবে খুন হন তারা।

হত্যাকাণ্ডের এগারো বছর পেরিয়ে গেলেও এখনো অগ্রগতি হয়নি এ সাংবাদিক দম্পতির হত্যা মামলার তদন্ত। এছাড়া তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে ৯৫ বার। বারবার সময়ের আবেদন না করে তদন্তকাজে ব্যর্থতার বিষয়টি আদালতকে জানাতে তদন্তকারী সংস্থা র‌্যাবকে অনুরোধ করেছেন সাংবাদিক নেতারা।

এ হত্যাকাণ্ডের পর শেরেবাংলা নগর থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে যে হত্যা মামলাটি করা হয় প্রথমে তার তদন্তের দায়িত্ব পায় ডিবি এবং পরে দায়িত্ব নেয় র‌্যাব। বিদেশি তদন্ত সংস্থার ল্যাবে আলামত পরীক্ষা-নিরীক্ষা করেও গত সাড়ে ৯ বছরে র‌্যাবের তদন্তের অগ্রগতি হয়নি।

মামলায় ৮ জনকে গ্রেপ্তার করা হলেও তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমাণ হাজির করতে পারেনি তদন্তকারীরা। তাদের মধ্যে ৬ জন কারাগারে ও দুজন জমিনে মুক্ত।

এদিকে সাগর-রুনী হত্যার ১১ বছর পরেও তদন্তে অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেও ক্ষোভের কথা জানিয়েছেন তারা।

এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজধানীর ইন্দিরা রোডে আজ শনিবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ‌‘সাগর-রুনী ক্রাইম সিন ডু নট ক্রস’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়া জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন জায়গায় সাংবাদিকদের প্রতিবাদ কর্মসূচি রয়েছে।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এলএম/এসএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

আ.লীগ ক্ষমতায় থাকায় মানুষের জীবনমান উন্নত, সংসদে প্রধানমন্ত্রী

উপজেলা নির্বাচন: তৃতীয় ধাপে ১৫৮৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বজ্রপাতে চট্টগ্রাম বিভাগে প্রাণ গেল ছয়জনের

চলতি মাসে আরও দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে

পরিবেশ রক্ষায় প্রতিবেদন করতে গিয়ে সাংবাদিক আক্রমণের শিকার হলে সুরক্ষা পাবেন: তথ্য প্রতিমন্ত্রী 

উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের প্রভাব ঠেকাতে স্পিকারকে ইসির চিঠি

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৪৯ টাকা 

আইএমএফের জ্বালানি বিষয়ক পরামর্শের সঙ্গে একমত নয় ক্যাব

যুক্তরাষ্ট্রের কাছ থেকে মানবাধিকারের কথা শুনতে হয়, এটা দুর্ভাগ্যের: প্রধানমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :