যুক্তরাষ্ট্রে মেডিকেল পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত

ঢাকা টাইমস ডেস্ক
| আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৫ | প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০৯

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় নেভাদা অঙ্গরাজ্যে একটি মেডিক্যাল পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে। শনিবার এর অপারেটর একথা জানিয়েছে। বিমানটির পাঁচ আরোহীর কেউ বেঁচে নেই বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

আরইএমএসএ হেল্থ (আঞ্চলিক জরুরি মেডিকেল সেবা কর্তপক্ষ) এক বিবৃতিতে বলেছে, ক্যালিফোর্নিয়া সীমান্তবর্তী নেভাদার স্টেজকোচের এরিড শহরে শুক্রবার রাতে বিমানটি বিধ্বস্ত হয়।

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে বড়ো ধরনের শীতকালীন ঝড় আঘাত হানার এ সময়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত বিমানটির আশপাশের পরিস্থিতি সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিমানটিতে পাইলট ছাড়াও একজন নার্স, একজন প্যারামেডিক, একজন রোগী ও তার পরিবারের একজন সদস্য ছিলেন। এদিকে ঝড়ো পরিস্থিতির কারণে ক্যালিফোর্নিয়ায় প্রায় এক লাখ গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :