এক পরিবর্তন নিয়ে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলনেতা সাকিব আল হাসান। একাদশে শামীম পাটোয়ারির পরিবর্তে জায়গা পেয়েছেন মেহেদি হাসান মিরাজ।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারলেও টি-টোয়েন্টি নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ দল। আর চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টি-টোয়েন্টি টাইগাররা দেখিয়েছে তাদের ম্যাচ জেতার ক্ষুধা কতটুকু। সেদিন খেলেছেও একপেশে। আর জিতেছে ৬ উইকেটের বড় ব্যবধানে। আজ জিততে এক ম্যাচ হাতে রেখেই সিরিহ জিতবে টাইগাররা।
বাংলাদেশ একাদশ:
রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ-:
ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জফরা আর্চার ও রেহান আহমেদ।
(ঢাকাটাইমস/১২মার্চ/এমএম)

মন্তব্য করুন