আওয়ামী লীগ সরকার কৃষক বান্ধব সরকার: আমির হোসেন আমু
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্নয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই কৃষকদের বিনামূল্যে এবং ন্যায্য মূল্যে সার-বীজ প্রদানসহ নানাভাবে সহায়তা করে যাচ্ছে।’
মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমির হোসেন আমু বলেন, ‘আওয়মী লীগ ক্ষমতায় আসার পরে শহরে বসবাসকারি মানুষের চাইতে গ্রামের মানুষ অনেক ভালো আছে। যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই কৃষকদের বিনামূল্যে এবং ন্যায্য মূল্যে সার-বীজ প্রদানসহ নানাভাবে সহায়তা করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার হচ্ছে কৃষক বান্ধব সরকার।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শাহপার পারভীন, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার বক্তব্য দেন।
অনুঠানে ক্ষুদ্র ও প্রান্তিক ৪ হাজার কৃষককে জনপ্রতি ৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে। একই অনুঠানে মৎস্য অধিদপ্তর এর ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৪০ জন জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।
(ঢাকাটাইমস/২১মার্চ/এসএ)