দাম বাড়িয়ে তামাকের ব্যবহার কমাতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ মার্চ ২০২৩, ১৬:৩৬

দাম বাড়িয়ে তামাকের ব্যবহার কমানোর পরামর্শ দিয়েছেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তামাক প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কার্যকরভাবে কর বৃদ্ধির মাধ্যমে তামাকের ব্যবহার কমানোর কার্যক্রম চালিয়ে যেতে হবে।

বুধবার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন আয়োজিত ‘জাতীয় শিশু দিবস উদযাপন এবং কিশোর-কিশোরীদের অংশগ্রহনে ধূমপান ও তামাকবিরোধী শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদক-তামাক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের মাধ্যমে নতুন প্রজন্মকে নিরুৎসাহিত করার তাগিদ দিয়ে মো. ফরিদুল হক খান বলেন, ধূমপানের ক্ষতি থেকে অধূমপায়ীদের রক্ষায় প্রকাশ্যে ধূমপান বন্ধ করার দাবি জানাই। প্রচলিত সিগারেটের পাশাপাশি বৈদ্যুতিক সিগারেটও আইনের আওতায় আনতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করতে কাজ করছে।’

‘বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে। জাতির পিতার সপ্ন সোনার বাংলা গড়তে তামাকমুক্ত সমাজ গড়ে তোলা সকলের দায়িত্ব।'

অনুষ্ঠানে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে শপথ নেয় ৫ শতাধিক শিশুকিশোর।

স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান শারিতা মিল্লাত সিআইপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রী মো.নুরুল ইসলাম, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. নিজাম উদ্দিন আহমেদ, ট্যোবাকো ফ্রি কিডস-এর উপদেষ্টা মো. আতাউর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা।

(ঢাকাটাইমস/২২মার্চ/কেআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বিচার বিভাগকে স্বল্প সময়ে ন্যায়বিচার নিশ্চিতের পরামর্শ রাষ্ট্রপতির

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে রাশিয়ার হস্তক্ষেপ নেই: রাষ্ট্রদূত

আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত বরদাশত করা হবে না: হানিফ

ব্যাংক কোম্পানি আইন বিল সংসদে উত্থাপন

নৈরাজ্যের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমাধ্যমের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

আচার্যদেবের ৫৬তম জন্মদিনে ঢাবি ক্যাম্পাসে বৃক্ষরোপণ

নির্বাচনের সময় হয়রানিমূলক কোনো মামলা নয়: সংসদে আইনমন্ত্রী

২০৪১ সালের লক্ষ্য অর্জনে গুণগত শিল্পায়নে দ্রুত এগুচ্ছে দেশ: প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেবে ইতালি

বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্য সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র

এই বিভাগের সব খবর

শিরোনাম :