রাজধানীতে কিশোর গ্যাংয়ের ৪৩ সদস্য আটক

রাজধানীর মোহাম্মদপুর, হাজারীবাগ, শেরেবাংলা নগর ও তেজগাঁও এলাকা থেকে কিশোর গ্যাংয়ের ৪৩ জন সদস্যদেরকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ছুরিসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
বৃহস্পতিবার র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম গণমাধ্যকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, বুধবার গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ জানতে পারে সংঘবদ্ধ কিশোর গ্যাং বিভিন্ন অংশে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন জায়গায় ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি নিচ্ছে।
এমন খবর পেয়ে ওই জায়গায় র্যাব-২ এর একাধিক দল অভিযান চালায়। অভিযানে রাজধানীর মোহাম্মদপুর, হাজারীবাগ, শেরেবাংলা নগর ও তেজগাঁও এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় ৪৩ জন বিভিন্ন গ্রুপের সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের ৪৩ জন সদস্যদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছুরি, চাকু, খুর ও অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
আটকৃতদের বরাত দিয়ে র্যাব জানায়, তারা সংঘবদ্ধ কিশোর গ্যাং চক্রের সদস্য। রাজধানীর বিভিন্ন জনবিরল এমনকি জনসমাগমপূর্ণ জায়গায় একাকী পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে। আশেপাশের কেউ বুঝে ওঠার আগেই অস্ত্রের ভয় দেখিয়ে জোর করে মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল ও ল্যাপটপ ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়।
ছিনতাই ও ডাকাতি ছাড়াও তারা মাদক সেবন, খুচরা মাদকের চোরাকারবারি, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়া-মহল্লায় মারামারি ও স্থানীয় ভূমিদস্যুদের পক্ষে অপদখলীয় জমিতে গিয়ে পেশি শক্তির মহড়া প্রদর্শনসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। এ ছাড়া তারা নিজেদের গ্রুপের আধিপত্য বজায় রাখার জন্য অন্যান্য কিশোর গ্যাংয়ের সঙ্গে মারামারিসহ নানা সশস্ত্র সংঘর্ষেও জড়িয়ে পড়ে। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
(ঢাকাটাইমস/২৩মার্চ/এএ/এসএম)
সংবাদটি শেয়ার করুন
অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত
অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

মাদক কারবারিদের ধরিয়ে দেওয়ায় হত্যা, মূল আসামি চার বছর পর গ্রেপ্তার

অনলাইনে ফার্নিচার কেনার ফাঁদে সাড়ে ২৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

‘ভাঙাচোরা অস্ত্র’ দিয়ে আমাকে গ্রেপ্তার করানো হয়: সাবেক কাউন্সিলর মিজান

মুদি দোকান থেকে বিকাশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩

জোসেফ-হারিস-আনিসের বিচার চাইলেন সাবেক দুই কাউন্সিলর

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৫

রাজধানীতে মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডিত আসামি গ্রেপ্তার

চাঁদা না পেয়ে অপহরণ, ঢাকা কলেজের দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

দুই হাজার টাকার জন্য বন্ধুকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ২
