অপ্রাপ্তি আর বৈষম্য থাকলেও বিশ্বের বুকে জায়গা করে নিয়েছে বাংলাদেশ: ইনু

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২৩, ১১:১৭
অ- অ+

এখনও অপ্রাপ্তি আর বৈষম্য থাকলেও বিশ্বের বুকে জায়গা করে নিয়েছে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রবিবার (২৬ মার্চ) দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীরশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছরে এসে এখনও আমাদের অপ্রাপ্তি আছে, বৈষম্য আছে। আছে সাম্প্রদায়িকতার ছোবল, আছে জঙ্গিবাদের তৎপরতা। তারপরেও বাংলাদেশ পৃথিবীর বুকে জায়গা করে নিয়েছে। ৭১ এর মুক্তিযুদ্ধের যেই চেতনা, সেই চেতনার পথে বাংলাদেশ টিকে আছে, টিকে থাকবে।’

তিনি আরও বলেন, ‘যদি দেশটা টিকে থাকে তবে আমরা সব সমস্যার সমাধান করতে পারব। এক্ষেত্রে সাংবিধানিক ধারা রক্ষা করতে হবে। ৫২ বছর হয়ে গেল, সব শত্রুর মুখে ছাই দিয়ে মাথা উঁচু করে দীপ্ত পদক্ষেপে বাংলাদেশের মানুষ এগিয়ে চলেছে। এটাই সবচেয়ে বড় অর্জন।’

(ঢাকাটাইমস/২৬মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা