বাহুবলে পাওনা ২০০ টাকা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশত

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ মার্চ ২০২৩, ১১:০৯

হবিগঞ্জের বাহুবলে পাওনা ২০০ টাকা নিয়ে প্রথম কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাঁধে সংঘর্ষ। আর সেই সংঘর্ষে দু'পক্ষ জড়িয়ে পড়েন। এতে আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন ।

রবিবার (২৬ মার্চ) রাত ৯টায় উপজেলার অলুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অলুয়া গ্রামের ফকির বাড়ির আরশ মিয়ার ছেলে ইয়াকুত মিয়া প্রতিবেশী ক্বারীবাড়ির আইয়ুব আলীর কাছ থেকে কাজের মজুরিবাবদ ২০০ টাকা পেতেন। এই পাওনা টাকা নিয়ে রবিবার রাতে তাদের মাঝে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা দু'পক্ষের মধ্যে ছড়ায়। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

খবর পেয়ে বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল খায়ের ও বাহুবল থানার ওসি রাকিবুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতরা বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

বাহুবল মডেল থানার ওসি রাকিবুল ইসলাম জানান, ২০০ টাকা পাওনা নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

(ঢাকাটাইমস/২৭মার্চ/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :