ঈদের আগে ২০ এপ্রিল ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২৩, ১৪:৫৩| আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১৫:৪৫
অ- অ+

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে নির্বাহী আদেশে ২০ এপ্রিল ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে এবার ঈদের ছুটি মিলছে পাঁচ দিন।

সোমবার মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এই তথ্য জানান।

তিনি বলেন, সুখবর হলো ২০ তারিখ সরকারি ছুটি হিসেবে থাকবে। মানুষের ভ্রভণ যেন স্মুথ হয়।

এবার রোজা ২৯ দিন ধরে ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতরের দিন নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করেছে সরকার। সে হিসেবে ঈদে সরকারি ছুটি ছিল ৩ দিন। এ ক্ষেত্রে ২১ থেকে ২৩ এপ্রিল শুক্র, শনি ও রবিবার ঈদের ছুটি থাকবে। এর আগে ১৯ এপ্রিল বুধবার শবে কদরের ছুটি। তবে ঈদের ছুটি শুরুর আগে অর্থাৎ ২০ এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলা। ওইদিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করল সরকার। এখন সব মিলিয়ে ঈদে ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি মিলছে।

আর রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল রবিবার সে ক্ষেত্রে ছুটি আরও বেড়ে যাবে।

ঢাকাটাইমস/১০এপ্রিল/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা