মৌলভীবাজারে ফলের বাজারে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
| আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১৬:৪৬ | প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৩, ১৬:৪২

মৌলভীবাজারে শহরের মৌসুমী ফলের বাজারে অভিযান চালিয়ে ৩ টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার দুপুরে মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।

জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মৌলভীবাজারের সহযোগিতায় দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার কোর্ট বাজার, চৌমুহনা, পশ্চিমবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, মৌসুমী ফল তরমুজের প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে অতিরিক্ত দামে তরমুজ বিক্রয় করা, ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কোর্ট বাজারে অবস্থিত আব্দুস শহীদ ফল ভান্ডারকে ১০ হাজার টাকা, চৌমুহনীতে অবস্থিত মায়ের দোয়া ফল ভান্ডারকে ৩ হাজার টাকা, পশ্চিমবাজারে অবস্থিত সুলতান ফল ভান্ডারকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :