ভুল ধরিয়ে দিলে সংশোধন করবেন হিরো আলম

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৩, ২৩:৫০
অ- অ+

ভুল ধরিয়ে দিলে তা সংশোধন করে নিবেন আলোচিত ইউটিউবার হিরো আলম। বগুড়ায় এক ইফতার বিতরণ কর্মসূচিতে এসে এই কথা বলেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় শহরের কালিতলা মোড়ে 'বিপদের বন্ধু আমরা' স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

হিরো আলম বলেন, মানুষ মাত্রই ভুল হতে পারে। আমার কোনো ভুল হলে ধরিয়ে দেন, তাহলে সংশোধন করে নিতে পারব।

এ সময় নিজের শিক্ষাগ্রহণের বিষয়টিও জানান হিরো আলম। তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে আমার কথা বলাসহ বিভিন্ন ত্রুটির বিষয়ে আলোচনা হয়েছে। এ জন্য শিক্ষক রেখেছি। আমার সব কিছু শিখতে অন্তত দুই থেকে তিন বছর সময় লাগবে।

এ ছাড়া ইফতার বিতরণ কর্মসূচিতে এসে হিরো আলম আগামী নির্বাচনে অংশ নেয়ার কথাও জানান।

এসব কথা বলার পরে হিরো আলম নিজে হাতে গরিব-দুঃখী মানুষের মাঝে ইফতার বিতরণ করেন।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নাটোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় বাবা-মেয়ে নিহত
গার্মেন্টস শিল্পে নৈরাজ্য সৃষ্টি করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে এশীয় নেতাদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
 ‘অতিরিক্ত কিউটনেস’ প্রকাশে অক্সফোর্ড ডিকশনারিতে যুক্ত হলো নতুন শব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা