ফাঁকা সড়কে ‘ভয়ংকর’ বাইক

অভিজিত রায় কৌশিক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৩, ১২:১৮

ঈদ বা এ ধরনের উৎসবই নয়, প্রতিদিনই সড়কে বেড়েই চলেছে দুর্ঘটনা। ঈদে ফাঁকা সড়কে বেপরোয়া হয়ে ওঠেন বাইকাররা। সর্বোচ্চ গতি তোলা যেন তাদের আনন্দের অংশ হয়ে দাঁড়িয়েছে। সড়ক-মহাসড়কে পাল্লা দিয়ে যানবাহন চালানো এবং ওভারটেক প্রবণতার বলিও হচ্ছে অনেক জীবন।

একই সঙ্গে দীর্ঘ হচ্ছে জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি হওয়া সড়ক দুর্ঘটনায় আহত রোগীর সংখ্যাও। কারও হাত ভেঙেছে, কারও পা। কেউ আহত হয়েছেন মারাত্মকভাবে। কারও শরীরের বিভিন্ন স্থানে জখম।

পঙ্গু হাসপাতাল থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ১৯ এপ্রিল ঈদের ছুটি শুরু হওয়ার দিন থেকে ২৫ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত এই ৭ দিনে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ৫৯৮ জন ভর্তি হন। যার মধ্যে ২২০ জন মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। সে হিসাবে ঈদে ফাঁকা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধেক।

আর গত ২৭ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ২৯ দিনে বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়ে ৫ হাজার ৮৪১ জন পঙ্গু হাসপাতালে চিকিৎসা নেন। এর মধ্যে ১৮৭২ জন সড়ক দুর্ঘটনায় আহত হন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন ৬৪৫ জন। অর্থাৎ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ৩৪ শতাংশের বেশি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। একই সময়ে সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে এ হাসপাতালে ৩২ জন প্রাণ হারিয়েছেন।

পঙ্গু হাসপাতালের তথ্য বলছে, গত ২৭ মার্চ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৬০ জন পঙ্গু হাসপাতালে চিকিৎসা নেন। এর মধ্যে ২২ জন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। অন্যান্য দুর্ঘটনা মিলিয়ে এদিন এ হাসপাতালে ভর্তি হন ২০৬ জন।

২৮ মার্চ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এ হাসপাতালে ৫৬ জন চিকিৎসা নেন। এর মধ্যে ১৯ জন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। অন্যান্য দুর্ঘটনা মিলিয়ে এদিন চিকিৎসা নেন ১৯১ জন। ২৯ মার্চ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৪৯ জন পঙ্গু হাসপাতালে চিকিৎসা নেন। এর মধ্যে ১৫ জন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। এছাড়া অন্যান্য দুর্ঘটনা মিলিয়ে এদিন চিকিৎসা নেন ১৮৭ জন। ৩০ মার্চ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৪৪ জন চিকিৎসা নেন। এর মধ্যে ৯ জন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। অন্যান্য দুর্ঘটনা মিলিয়ে চিকিৎসা নেন ১৯৭ জন। ৩১ মার্চ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৫৪ জন পঙ্গু হাসপাতালে চিকিৎসা নেন। এর মধ্যে ১৫ জন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন।

গত ১ এপ্রিল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৬০ জন পঙ্গু হাসপাতালে চিকিৎসা নেন। এর মধ্যে ১৬ জন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। ২ এপ্রিল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৪৯ জন পঙ্গু হাসপাতালে চিকিৎসা নেন। এর মধ্যে ১৪ জন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। ৩ এপ্রিল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৪২ জন চিকিৎসা নেন। এর মধ্যে ১১ জন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। ৪ এপ্রিল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৫৪ জন চিকিৎসা নেন। এর ২৪ জন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। ৫ এপ্রিল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৫০ জন চিকিৎসা নেন। এর মধ্যে ১৮ জন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। ৬ এপ্রিল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৪৪ জন চিকিৎসা নেন। এর ১৫ জন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। গত ৭ এপ্রিল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৭২ জন পঙ্গু হাসপাতালে আসেন। এর মধ্যে ২৪ জন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। ৮ এপ্রিল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৬৩ জন চিকিৎসা নেন। এর মধ্যে ২১ জন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। ৯ এপ্রিল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৬৪ জন ভর্তি হন পঙ্গু হাসপাতালে। এর মধ্যে ৩১ জন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। ১০ এপ্রিল ভর্তি হন ৬২ জন। এর মধ্যে ২৮ জন মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। ১১ এপ্রিল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি হওয়া ৬২ জনের মধ্যে ১৬ জন মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। ১২ এপ্রিল ভর্তি হন ৪১ জন। যার মধ্যে ১৫ জন মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। ১৩ এপ্রিল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৫৯ জন পঙ্গু হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ২৭ জন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত রোগী। ১৪ এপ্রিল ৪৭ জন ভর্তি হন, যার মধ্যে ১৪ জন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। ১৫ এপ্রিল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি হন ৭১ জন, যার ২৫ জন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন।

আর ১৬ এপ্রিল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে কোনো রোগী পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তথ্য পাওয়া যায়নি। তবে ১৭ এপ্রিল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৬২ জন চিকিৎসা নেন। এর মধ্যে ২০ জন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। ১৮ এপ্রিল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি হন ৬৯ জন। যার মধ্যে ২৬ জন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। ১৯ এপ্রিল আহত হয়ে ৬৭ জন ভর্তি রোগীর মধ্যে ১৬ জন মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। ২০ এপ্রিল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৮১ জন চিকিৎসা নেন। এর মধ্যে ১৭ জন মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। ২১ এপ্রিল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৮৯ জন চিকিৎসা নেন। এর মধ্যে ২৮ জন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। ২২ এপ্রিল ভর্তি হন ১০৭ জন, যার মধ্যে ৫১ জন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। ২৩ এপ্রিল ভর্তি হওয়া এ ধরনের ৮৭ জন রোগীর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২৯ জন। ২৪ এপ্রিল ভর্তি হন ৭৮ জন, যার মধ্যে ২৯ জন মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। ২৫ এপ্রিল আহত হয়ে ৮৯ জন পঙ্গু হাসপাতালে চিকিৎসা নেন। এর মধ্যে ৫০ জন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/আরআর/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :