ভূমিকম্পে কাঁপল নেপাল

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৩, ১৩:১২

এক রাতের মধ্যে দুবার ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। প্রথমবার ৪ দশমিক ৪ ও দ্বিতীয়বার ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে দেশটিতে।

বৃহস্পতিবার রাতে স্থানীয় সময় রাত ১১টা ৪৩ মিনিটে প্রথম দফায় ও ১টা ১৫ মিনিটে দ্বিতীয় দফায় ভূমিকম্প আঘাত হানে।

এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাজুরার দহকোট। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

নেপালের সুরখেত জেলার সিসমোলজিক্যাল সেন্টারের কর্মকর্তা রাজেশ শর্মার বরাতে এনসিএস জানায়, প্রথম ভূমিকম্পের চেয়ে দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা বেশি ছিল। ৫ দশমিক ৯।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এসএম)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :