চাঁদপুরে ৩৯০ বোতল ফেনসিডিল-গাঁজাসহ গ্রেপ্তার যুবক কারাগারে

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২৩, ১০:০৩
অ- অ+

চাঁদপুরে ৩৯০ বোতল ফেনসিডিল ও ২৭ কেজি গাঁজাসহ মাসুদ পারভেজ সুমন (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

মাদকবিরোধী নিয়মিত অভিযানে জেলার হাজীগঞ্জ এনায়েতপুর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা পাইভেট কারটিও জব্দ করা হয়। শনিবার দুপুরে তাকে চাঁদপুর আদালতে পাঠালে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠান।

শনিবার এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইমদাদুল ইসলাম মিঠুন।

গ্রেপ্তার সুমন পাশবর্তী জেলা শরীয়তপুর গোসাইরহাট থানার চরজংসুরগাঁও গ্রামের মো. শহীদুল্লাহ্ ছেলে।

ইমদাদুল ইসলাম মিঠুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রেডিং টিম শুক্রবার বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর বাস স্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় মাদক বিক্রেতা মাসুদ পারভেজ সুমনকে একটি সাদা রঙের প্রাইভেট কার, ৩৯০ বোতল ফেনসিডিল ও ২৭ কেজি গাঁজাসহ হাতেনাতে প্তার করতে সক্ষম হন।

আরও পড়ুন: নেত্রকোনায় যুবকের আত্মহত্যা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক বাপন সেন বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা বিরোধী মামলা রুজু করেছে।

(ঢাকাটাইমস/২১মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা