এবারের বাজেটে সরকার ও জনগণ উভয়পক্ষ জিতবে: অর্থমন্ত্রী

দেশের অর্থনৈতিক উন্নয়ন গতিশীল রাখতে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ধারাবাহিকতা থাকছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বলেন, ‘বাজেটে বিশেষ কোনো চাপ নেই। প্রস্তাবিত বাজেটে সরকার ও জনগণ উভয়পক্ষ জিতবে।’
২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করতে সংসদে যাওয়ার আগে বৃহস্পতিবার সকালে ঢাকার গুলশানের বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘এবারের বাজেটেও বরাবরের মতো দরিদ্র জনগণের কথা ভাবা হয়েছে। এবার বিপুল আকারে বাড়ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বলয়। এ বাজেট দিয়ে সরকার এবারও সফল হবে।’
‘সরকার এদেশের মানুষকে ঠকিয়ে, কাউকে গরিব করে কোনো কিছু অর্জন করতে চায় না। আমি মনে করি প্রস্তাবিত বাজেটে সরকার ও জনগণ উভয়পক্ষ জিতবে।’
জাতীয় সংসদে বৃহস্পতিবার বিকালে ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এটি দেশের ৫২তম, আওয়ামী লীগ সরকারের ২৪তম এবং অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের পঞ্চম বাজেট।
২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। সরকার আগামী অর্থবছরে ৭ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির হার অর্জনের লক্ষ্যে রয়েছে, যেখানে প্রায় ৬ দশমিক ৫ শতাংশ মূল্যস্ফীতি।
এবারের বাজেট বক্তব্যের শিরোনাম ‘উন্নয়ন অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে।’ আসন্ন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং উচ্চ জিডিপি প্রবৃদ্ধির গতি বজায় রাখার চ্যালেঞ্জ রয়েছে।
(ঢাকাটাইমস/০১জুন/ডিএম)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

আগের দুই সংসদ নির্বাচন নিয়ে বিতর্কের চাপে ইসি

যুবসমাজই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল কারিগর: এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের অন্যতম পৃষ্ঠপোষক হলেন আরিফুর রহমান দোলন

সজাগ থাকুন, নির্বাচন নিয়ে আস্থার সংকট যেন না হয়, ইউএনওদের প্রশিক্ষণে সিইসি

জনপ্রতিনিধিদের যথোপযুক্ত জবাবদিহিতাই নাগরিকদের সেবা নিশ্চিত করবে: এলজিআরডি মন্ত্রী

যুক্তরাষ্ট্র সফর শেষে যুক্তরাজ্যের পথে প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর

ন্যাম ভবনে দুই সংসদ সদস্যের জানাজা

সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল ও উকিল আব্দুস সাত্তার মারা গেছেন
