তৌসিফের গরুর নাম ‘মেসি’, চুরি হয়ে যাওয়ায় মহল্লায় বিক্ষোভ মিছিল!

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুন ২০২৩, ১৯:৩৪
অ- অ+

কোরবানি নিয়ে প্রতিবারই ঢাকাইয়াদের বাড়াবাড়ি থাকে চোখে পড়ার মতো। কে কার চেয়ে বড় গরু কিনবে কিংবা বেশি দাম দিয়ে কোরবানি দিবে, এ বিষয়ে কোরবানির ঈদে তাদের প্রতিযোগিতা লেগে যায়।

এমনই এক বাস্তব চিত্র নিয়ে এবার ‘ঢাকাইয়া কোরবানি’ নামের বিশেষ একটি নাটক হয়েছে। মোহাম্মদ মিফতা আনানের চিত্রনাট্য ও নির্মাণে এর অন্যতম দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ। আরো আছেন আব্দুল্লাহ রানা, শেলী আহসান, জুলফিকার চঞ্চল, ম ম মোর্শেদ প্রমুখ।

নাটকের গল্পের শুরুতেই দেখা যাবে, বাবার আদরের দুলালী সুইটি তার বারান্দায় অতি সাজে টিকটক নিয়ে ব্যস্ত, হঠাৎই তার রিং লাইটে এসে একটি বল লাগায় সেটি ভেঙে যায়। নিচে তাকালে সে দেখতে পায় পাশের বাড়ির আশিক (তার চিরশত্রু) ছেলেদের নিয়ে ক্রিকেট খেলছিলো এবং তারই বল এসে..! রাগে সে আশিকের সামনে গিয়ে বকাঝকা করলে শুরু যায় ঝগড়া, সেখান থেকে মারামারি। এরপর দুই পরিবার সেই ঘটনা নিয়ে মেতে ওঠে ঝগড়ায়। এক পর্যায়ে সেখানে কথা ওঠে কোরবানি নিয়ে। ঝগড়ার বিষয় হয়ে ওঠে, কে কত বড় কোরবানি দেয়। এরপর সেখানে এক পরিবার অন্য পরিবারের চেয়ে বড় কোরবানির চ্যালেঞ্জ দিয়ে বিদায় হয়। এখান থেকেই শুরু হয় নাটকের মূল গল্প।

গল্পে দেখা যাবে, তৌসিফ গরুর হাট থেকে মেসি নামে একটি গরু কিনে আনেন। দূর্ভাগ্যক্রমে সেই গরুটি চুরি হয়ে যায়। সেই চুরি যাওয়ায় গরুর জন্য মহল্লার রাস্তায় মিছিলও হয়! এরপর নানা হাস্যরসাত্মক গল্পে এগিয়ে যায় নাটকটি।

নাটকটি সম্পর্কে নির্মাতা জানান, ‘ঢাকাইয়াদের কোরবানি নিয়ে যত রকমের সার্কাজম আছে, তার সবকিছুই রাখার চেষ্টা করেছি এই গল্পে। আশা করছি দর্শকরা মজা পাবেন নাটকটি দেখে। ’

নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, শেলী আহসান, জুলফিকার চঞ্চল, ম ম মোর্শেদ প্রমুখ। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদুল আজহায় সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।

(ঢাকাটাইমস/১৬জুন/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লন্ডনে সিজদা দিয়ে ফেব্রুয়ারির নির্বাচনের ওহি এনেছেন প্রধান উপদেষ্টা
'অসম্পূর্ণ সংস্কারে পুরনো বন্দোবস্তে নির্বাচন হলে বিপর্যয় অনিবার্য'
এনসিপির পাঁচ নেতার কক্সবাজার ভ্রমণে দলীয় শৃঙ্খলার ব্যত্যয় ঘটেনি, শোকজ প্রত্যাহার
পল্লী সঞ্চয় ব্যাংকে ব্যবসা উন্নয়ন মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা