এবার হিন্দি সিরিয়ালের প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জুন ২০২৩, ১২:০৫

নাটকের কাজ শিখতে গিয়ে নাট্যকারের কাছে যৌন হেনস্তা হওয়ার ঘটনা সম্প্রতি ফেসবুকের মাধ্যমে সামনে এনেছেন কলকাতার এক তরুণী। এবার একই অভিযোগে আইনি বিপাকে জড়ালেন হিন্দি সিরিয়াল ‘তারক মেহতা কা উল্টা চশমা’র প্রযোজক অসিত মোদি।

কিছুদিন আগেই এই প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন তারই ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার মিস্ত্রি বানসিওয়াল। এবার সেই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা দায়ের করল মুম্বাই পুলিশ।

তবে শুধু প্রযোজক অসিত মোতিই নন, একই অভিযোগে অভিযুক্ত ‘তারক মেহতা কা উল্টা চশমা’ ধারাবাহিকের অপারেশন হেড সোহেল রামানি এবং নির্বাহী প্রযোজক যতীন বাজাজও।

জেনিফার মিস্ত্রি বানসিওয়াল, যিনি এই ধারাবাহিকে শ্রীমতী রোশন সিং সোধির চরিত্রে অভিনয় করতেন। তিনি সম্প্রতি কর্মক্ষেত্রে যৌন হেনস্থার অভিযোগ করেন। তার অভিযোগের তির প্রযোজক অসিত মোদি, প্রজেক্ট হেড সোহেল রামানি ও কার্যনির্বাহী প্রযোজক যতীন বাজাজের বিরুদ্ধে।

এরপরেই ‘তারক মেহতা কা উল্টা চশমা’র প্রযোজকসহ ধারাবাহিকের অন্য দুই সদস্যের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগকারী অভিনেত্রীর বয়ান রেকর্ড করে পুলিশ। সে সময়ই পুলিশ জানায়, খুব শিগগিরই এই মামলায় অসিত কুমার মোদিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে।

এবার পুলিশ সূত্রে খবর, ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এবং ৫০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে এই মামলায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার

অভিনেত্রী জেনিফার বলেন, ‘আমি ধারাবাহিকের কাজটি ছেড়ে দিয়েছি। এটা ঠিক যে গত ৬ মার্চ আমি ‘তারক মেহেতা কি উলটা চশমা’র শেষ পর্ব শ্যুট করেছি। আমি সেট ছাড়তে বাধ্য হয়েছি, কারণ আমাকে সোহেল রামানি ও যতীন বাজাজ ভীষণ অপমান করেছেন। আমি আগেই বলেছিলাম ৭ মার্চ হোলি ছিল এবং আমার বিবাহবার্ষিকী, তাই আমার হাফ ডে ছুটি লাগবে। কিন্তু ওরা কিছুতেই রাজি হয়নি, তখন আমি ২ ঘণ্টার ছুটি চাই। সেই সময় আমার উপর চেঁচাতে থাকে ওরা। চারবার আমাকে সেট থেকে গেট আউট বলে চিৎকার করে। আমি অপমানিত হয়ে বেরিয়ে যাচ্ছিলাম। কিন্তু আমি যাতে বেরোতে না পারি সেই জন্য আমার গাড়ির গায়ে ঠেসান দিয়ে দাঁড়িয়ে ছিল যতীন। এমনকি স্টুডিওর গেট বন্ধ করে দেয়।’

তাহলে এতদিন তিনি চুপ ছিলেন কেন? জেনিফার বলেন, ‘আমি ১৫ বছর এই শো করছি। এই শো আমাকে নাম, জনপ্রিয়তা, টাকা সব দিয়েছে। তাই আমি চুপ ছিলাম। তবে দুই মাস পেরিয়ে গেছে, এবার মুখ খুলতেই হচ্ছে।’

ওই অভিনেত্রীর দাবি, ‘আগেও এই শোয়ে হেনস্থার শিকার হয়েছি। আমি যখন প্রেগন্যান্ট ছিলাম তখন আমাকে বেআইনি ভাবে সরিয়ে দেয়া হয়েছিল। এই শোয়ে পুরুষদের সব কথা শোনা হয়, কিন্তু মহিলাদের জন্য খারাপ জায়গা। এখানে সবাই বন্ডেড শ্রমিক। আগে থেকে বলে রাখা সত্ত্বেও একবার আমার হাফ ডে’র টাকা কাটা হয়।’

প্রযোজক অসিত কুমার মোদি বহুবার তাকে যৌন ইঙ্গিত দিয়েছেন দাবি করে জেনিফার বলেন, ‘আমি ভয়ে সেগুলো এড়িয়ে গেছি। যদি কাজ না পাই আর, সেটাই ভাবতাম। কিন্তু ১৫ বছর এই শো করে যদি এই অভব্য ব্যবহার পাই, তাহলে নতুনদের সঙ্গে এরা কী করে, সেটা ভেবেই শিউরে উঠছি।’

অভিনেত্রী বলেন, ‘আমি সর্বস্তরে অভিযোগ জানিয়েছি কিন্তু কোনো রিপ্লাই পাইনি। এরপর আইনি পথে যেতে হবে। আমার আইনজীবী বিষয়টি দেখছেন।’

যদিও প্রযোজনা সংস্থার তরফ থেকে এই অভিযোগ উড়িয়ে দেয়া হয়েছিল। সেই সময় প্রযোজক বলেন যে, অভিনেত্রী জেনিফার প্রথম থেকেই কারও কথা শুনতেন না। সে জন্যই তাকে সরিয়ে দেয়া হয়। সেই বদলা নিতেই তিনি এই অভিযোগ করেছেন।

(ঢাকাটাইমস/২১জুন/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :