দুই দলের কর্মসূচি/ গোয়েন্দা প্রতিবেদনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০১:৩৬ | প্রকাশিত : ২৯ জুলাই ২০২৩, ০১:১৭

অনুমোদন না নিয়ে বড় দুইদলের কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

শনিবার রাতে গণমাধ্যম পাঠানো বার্তায় এমনটি জানিয়েছেন তিনি। বলেছেন, গোয়েন্দা প্রতিবেদনে আইনশৃঙ্খলা অবনতি ও জনদুর্ভোগের তথ্য এসেছে। তাই ডিএমপির পক্ষ থেকে দুই দলের কর্মসূচির অনুমতি দেওয়া হলো না।

এদিকে শুক্রবার বিকালে বিএনপি তাদের কর্মসূচি ঘোষণা করে। তাতে বলা হয়েছে, ঢাকা শহরের গুরুত্বপূর্ণ প্রবেশমুখে শনিবার (২৯ জুলাই) অবস্থান কর্মসূচি পালন করবে তারা। সকাল ১১টা থেকে বিকাল চারটা পর্যন্ত ঘোষিত কর্মসূচির স্থানগুলো হলো- রাজধানীর নয়া বাজার, গাবতলী, শনির আখড়া, উত্তরা এবং মুক্তি স্মরণী।

একইদিন আওয়ামী লীগও কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপির কর্মসূচি প্রতিহত করতে তারাও সকাল থেকে বিকাল পর্যন্ত মাঠে থাকার কথা জানিয়েছে। দলটি ঢাকার প্রবেশমুখ ডেমরা, যাত্রাবাড়ী, বাবু বাজার, শ্যামপুর, কমলাপুর অবস্থান নেবে। এই এলাকাগুলোতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থাকবেন। আর ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগও সকাল সাড়ে ১০টায় গাবতলী বাস টার্মিনালে প্রতিবাদ সমাবেশ করবে।

এদিকে ডিএমপি কমিশনারের পক্ষে গণমাধ্যমে পাঠানো সংবাদে বলা হয়েছে, 'শনিবার বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন রাজধানী ঢাকার সকল প্রবেশ মুখে সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। উক্ত রাজনৈতিক দল সমূহ ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিকট থেকে এই অবস্থান কর্মসূচি পালনে কোনো অনুমতি গ্রহণ করেনি। আইনশৃঙ্খলা অবনতির গোয়েন্দা প্রতিবেদন ও জনদুর্ভোগের বিষয় বিবেচনায় শনিবারে সকল রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচি পালনে ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেওয়া হলো না।' আসন্ন দ্বাদশ নির্বাচনকে ঘিরে বেশ কিছুদিন ধরে দেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়ে উঠেছে। বড় দল দুটি পৃথকভাবে তাদের দলীয় কর্মসূচি ঘোষণা করছেন। তবে এখন পর্যন্ত কোনো কর্মসূচি ঘিরে সহিংসতা হয়নি। শুক্রবার বিকালে বিএনপি-আওয়ামী লীগ স্বতঃস্ফূর্ত ভাবে পৃথক কর্মসূচি পালন করেছে। তবে বিএনপি অভিযোগ করছে, গত কয়েকদিন ধরে পুলিশ তাদের নেতাকর্মীকে আটক করে জেলহাজতে পাঠাচ্ছে। তাছাড়া শুক্রবারও বিভিন্ন নিরাপত্তা চৌকি বসিয়ে বিএনপির লোকদের আটক করা হয়েছে। পাশাপাশি সড়কে যানচলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। তবে সরকার দলীয় নেতাকর্মীরা কোনো ধরণের বাঁধা ছাড়াই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

(ঢাকাটাইমস/২৯জুলাই/এসএস/এমএম)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :