ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন ব্রড

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ৩০ জুলাই ২০২৩, ১৫:৩৬

চলমান অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট শেষেই সব ধরনের ক্রিকেটকে বিদায় জানাবেন ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রড। ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের তৃতীয় দিন শেষে স্কাই স্পোর্টসকে অবসরের সিদ্বান্ত জানান ব্রড।

টেস্ট ইতিহাসে ৬০২ উইকেট নেয়া পঞ্চম সেরা বোলার ব্রড বলেন, ‘আগামীকাল (রবিবার) বা সোমবারের দিনটি হবে আমার ক্রিকেট খেলা শেষ দিন ।’

নিজের ক্যারিয়ারের যাত্রাকে অসাধারণ উল্লেখ করে ৩৭ বছর বয়সী ব্রড বলেন, ‘যাত্রাটা অসাধারণ ছিল এবং নটিংহামশায়ার (কাউন্টি দল) ও ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করা আমার কাছে অনেক বড় সম্মানের।’

ইংল্যান্ডের সাবেক ওপেনার ক্রিস ব্রডের ছেলে ব্রড আরও বলেন, ‘আমি ক্রিকেটকে আগের মতোই ভালোবাসি। আমি সবসময় চূড়ায় থেকে শেষ করতে চেয়েছি এবং আমার দৃষ্টিতে সবচেয়ে আনন্দদায়ক ও উপভোগ্যে এই সিরিজের অংশ হয়েছি আমি।’

২০০৭ সালে কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে অভিষেকের পর এখন অবধি ১৬৭টি টেস্ট খেলেছেন ব্রড। আরেক অভিজ্ঞ পেসার জেমস এন্ডারসনের সতীর্থ হয়ে টেস্ট ক্রিকেটের বোলিংয়ে দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন ব্রড।

২০০৯ সাল থেকে ঘরের মাঠে প্রত্যকটি অ্যাশেজ খেলা ব্রড বলেন, ‘গত কয়েক যাবত আমি অবসর নিয়ে চিন্তা করেছি।’

দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৩৮৯ রান তুলে পঞ্চম ও শেষ টেস্টের তৃতীয় দিন শেষে ১ উইকেট হাতে নিয়ে ৩৭৭ রানে এগিয়ে ইংল্যান্ড। ব্রড ২ ও এন্ডারসন ৮ রানে অপরাজিত আছেন।

ব্রডের কাছে, ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ক্রিকেট লড়াই সেরা। তিনি বলেন, ‘আমার কাছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া লড়াই সবকিছুই ঊর্ধ্বে। আমি নিজে ও দলের দিক দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই বেশ উপভোগ করেছি এবং অ্যাশেজের সাথে আমার ভালোবাসার সর্ম্পক রয়েছে। আমার মনে হয়েছে আমি চেয়েছিলাম- আমার শেষ ব্যাটিং-বোলিং অ্যাশেজ ক্রিকেটে হোক।’

(ঢাকাটাইমস/৩০জুলাই/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :