প্যারিসে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৩, ২২:৩৯
অ- অ+

যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার সঙ্গে ১৫ আগস্ট ফ্রান্সের প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাসের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

প্যারিসের বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত এই শোক দিবসের অনুষ্ঠানটি পরিচালনা করেন দূতাবাসের হেড অব চ্যান্সেরি ওয়ালিদ বিন কাশেম।

ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ । বক্তব্য প্রদানকালে রাষ্ট্রদূত শোক প্রকাশের পাশাপাশি বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন।

এছাড়াও প্রধানমন্ত্রী ও মাননীয় রাষ্ট্রপতির বাণী পাঠ করে শোনান অনুষ্ঠানে উপস্থিত দূতাবাসের উর্ধতন কর্মকর্তারা।

আরও বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেইন কয়েছ, সহ সভাপতি সোহরাব মিরধা, সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম ও ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মুজিবর রহমান।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা