সবার আগে এলপিএলের ফাইনালে ডাম্বুল্লাহ অরা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৩, ১৯:২৬

লঙ্কা প্রিমিয়ার লিগের(এলপিএল) এবারের আসরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সাকিব-লিটনদের গল টাইটান্সকে ৬ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করল ডাম্বুল্লাহ অরা। শুরুতে নেমে ১৪৬ রান তুলে গল টাইটান্স। জবাবে নেমে ২ বল ও ৬ উইকেট হাতে রেখ জয় পায় ডাম্বুল্লাহ।

রান তাড়া করতে নেমে ঝড়ো ইনিংসের ইঙ্গিত দিয়েছিলেন ডাম্বুল্লাহর ওপেনার আভিস্কা ফার্নান্দো। কিন্তু তাকে ক্রিজে বেশিক্ষণ থাকতে দেননি সাকিব আল হাসান। ১৪ বলে ২৪ রান করে স্ট্যাম্পিং হন তিনি। দ্বিতীয় উইকেটে নেমে মাত্র ১৩ রান করতে পেরেছেন সাদেরা সামারাবিক্রমা।

এরপর তৃতীয় উইকেট জুটিতে ৬৯ রান তোলেন কুশল মেন্ডিস ও কুশল পেরেরা। তাতেই জয়ের ভিত পেয়ে যায় দল। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৫৩ রানে থামেন পেরেরা। আর মেন্ডিস আউট হন ৪৯ রানে। পরে ধনঞ্জয়া ডি সিলভা ও অ্যালেক্স রোস মিলে জয় নিশ্চিত করেন। ২ রানে সিলভা ও ১ রানে রোস অপরাজিত থাকেন।

এর আগে কলম্বোতে শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেনন ডাম্বুল্লাহ অরার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। ফলে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই সাজঘরে ফেরেন গল টাইটান্সের ওপেনার ভানুকা রাজাপাকসে। দ্বিতীয় উইকেটে নেমে মাত্র ৮ রান করেন লিটন কুমার দাস। সাকিব আউট হওয়ার আগে করেন ১৯ রান।

সাকিবের পরে ব্যাট করতে নেমেছে আরও সাতজন ব্যাটার। দুই অঙ্কের ঘর স্পর্শ করেছেন কেবল দুজন। দাসুন শানাকা ১২ ও লাহিরু সামারাকন ১৫ রান করেন। এদিকে একাই দলীয় স্কোরটা বাড়িয়ে নিতে থাকেন ওপেনার লাসিথ ক্রোসপোলে। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৮০ রানে আউট হন তিনি।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :