সরকারের পতন ও দেশ রক্ষা করা এখন এক বিষয়ে পরিণত হয়েছে: সাকি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ২২:১০

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সরকারের পতন ও দেশ রক্ষা করা এখন এক বিষয়ে পরিণত হয়েছে। তিনি বলেন, বর্তমানে এমন একটি সরকার ক্ষমতায় আছে যারা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, লাখ লাখ মানুষের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত দেশটাকে স্বাধীনতা ও সার্বভৌমত্বসহ সব দিক দিয়েই ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। জনগণের প্রায় সকল অধিকার হরণ করে, সীমাহীন সম্পদ লুট করে, অর্থনীতিটাকে দেউলিয়াত্বের দিকে নিয়ে গিয়ে ও ধ্বংস করে, পুরো রাষ্ট্রকে অস্তিত্বের দিক থেকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে।

মঙ্গলবার বিকালে গণসংহতি আন্দোলনের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে “বাংলাদেশে গণতন্ত্রের সংগ্রাম ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের ৩১ দফা” শিরোনামে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় গণফ্রন্টের সভাপতি টিপু বিশ্বাস, জাতীয় পার্টির সভাপতি মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ভাসানী অনুসারী পরিষদের আহŸায়ক শেখ রফিকুল ইসরাম বাবলু, বাংলাদেশ জাসদ সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম লালা, রাষ্ট্র সংস্কার আন্দোলনের আহবায়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ। অনুষ্ঠানে সূচনা বক্তব্য উপস্থাপন করেন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে সবাইকে উপস্থিত হওয়ায় ধন্যবাদ জানিয়ে জোনায়েদ সাকি বলেন, এরা (আওয়ামী লীগ) রাষ্ট্রটাকেই দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে। গত ১৫ বছরে এ-রাষ্ট্রটাকে ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছে।

তিনি আরও বলেন, এই আওয়ামী লীগ এটা করতে পারল। কেননা ৭২ সালে রাষ্ট্রপত্তনের পর রাষ্ট্র কীভাবে চলবে তার যে নীতি ও সংবিধান সেখানেই দলীয় প্রতিষ্ঠানে পরিণত করার সমস্ত বীজ নিহিত আছে।

‘এই সরকারের পতন মানে হচ্ছে, কেবল এই সরকারের পতন নয়, বাংলাদেশকে রক্ষা করার রাজনীতি, বাংলাদেশকে রক্ষা করার ব্যবস্থাকে আমরা সামনে আনেত পারবো কিনা; সেই প্রশ্ন একই সাথে। কাজেই সরকারের পতন ও বাংলাদেশকে রক্ষা করা দুই এখন এক বিষয়ে পরিণত হয়েছে।’

তিনি বলেন, সেকারণেই বাংলাদেশ রক্ষায় রাজনৈতিক বন্দোবস্তের কর্মসূচি নিতে হবে। আজকের আলোচিত ৩১ দফার কর্মসূচি সে কারণেই অত্যন্ত প্রাসঙ্গিক। সমস্ত বিরোধী শক্তি ও দলগুলো মিলে রাষ্ট্র রূপান্তরের কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। আজকে সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় দেশ বাঁচানোর জন্য বাংলাদেশের সমস্ত মানুষকে রাজপথে নামতে হবে। যেহেতু এই সরকার গদি থেকে নামার কোনো চিন্তা করছেন না কাজেই বৃহত্তর ঐক্যের মধ্য দিয়ে এদেরকে ক্ষমতা থেকে নামাতে হবে।

মোস্তফা জামাল হায়দার বলেন, ‘আমি নিশ্চিত এই সরকারের পতন অনিবার্য। এদের পতনের কয়েকটি দিন কয়েকটি মুহূর্ত বাকি আছে। এরা দেশটাকে দেউলিয়া করে গেছে। এরা আমাদের রাজকোষ, রাজস্ব সবকিছু শুন্য করে ফেলেছে। এরা প্রতিহিংসাপরায়ণ।’ মাহমুদুর রহমান মান্না বলেন ‘আওয়ামী লীগ রাজনৈতিক যুদ্ধে হেরে গেছে। এই আওয়ামী লীগ দেশে-বিদেশে এখন ঘৃণিত। এদের পদত্যাগের জন্য পুরো দেশব্যাপী এখন লড়াই চলছে। আমরা সরকার বদলের সঙ্গে সঙ্গে রাষ্ট্রব্যবস্থার বদলও করতে চাই। আমরা লুটপাটকারীর বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে, পাচারকারীর বিরুদ্ধে কিন্তু আমরা কোনো একক ব্যক্তির বিরুদ্ধে নই।’

টিপু বিশ্বাস বলেন, ‘মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার যুদ্ধ শেষ হয় নাই। লড়াই চলবে। সংস্কার প্রয়োজনে সেটা হবে। তবে এদেরকে অভ্যুত্থানের মধ্য দিয়ে উচ্ছেদ করতে হবে; বিকল্প নাই।’

সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেন, ‘৫২ বছর পর আজকে আওয়ামী লীগ দেশকে শেষ করে দিয়েছে। সেটা তারা ৭২/৭৩ সালেও করেছিল। এখন পদত্যাগের জন্য এরা শান্তিপূর্ণ একটা পথ খুঁজে নেবে- এটা আশা করছি।’

সাইফুল হক বলেন, ‘সরকার যুক্তির পথে হাঁটছে না, গণতন্ত্রের পথে হাঁটছে না। এরা জনগণের ভোট ও ভাতের অধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গত ১৫ বছর ধরে এরা কোটি কোটি মানুষের সঙ্গে অমর্যাদা করেছে, তাদের ভোট কেড়ে নিয়েছে, অধিকার কেড়ে নিয়েছে। একটা অগণতান্ত্রিক স্বেচ্ছাচারী ক্ষমতা তৈরি করেছে। জুযাড়ীদের হাতে আজ দেশ বন্দী। জুয়াড়ীরা যেমন নিজের সয়সম্পত্তি, পরিবারকে বাজি ধরে তেমনি আওয়ামী লীগ দেশকে বাজি ধরতেছে।’

শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘উন্নয়নের নামে এই সরকার তথা লুটপাটকারীদের হাত থেকে দেশকে বাঁচাতে না পারলে দেশ আর দেশই থাকবে কিনা সন্দেহ। আজকে তিনি (শেখ হাসিনা) বিদেশি খেলার গুটি হয়েছেন।’

নাজমুল হক প্রধান বলেন, ‘গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। দেশে এখন ব্যাংক লুটপাটকারীর বিচার হয় না। নিজের মনে করে রক্ষাকারী কর্মকর্তারা স্বর্ণের বার চুরি করে। এদের বা এদের মতোদের বিরুদ্ধে চার্জশীট হয় না। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত দেশটার সম্মান শেখ হাসিনা ধুলায় মিটিয়ে দিয়েছে। সরকার পতন হলে সকল মন্ত্রীদের ট্রায়াল হতে হবে।’

সুব্রত চৌধুরী বলেন, ‘শেখ হাসিনাকেই কটাক্ষ করে যেন ওবায়দুল কাদের উচ্চারণ করেন ‘উদ্বোধন, উদ্বোধন, উদ্বোধন’; আসলে দেশে স্বর্ণের বারের উদ্বোধন হয়েছে। গার্মেন্টস মালিকেরা এলসির নামে বিদেশে শতকোটি টাকা পাচার উদ্বোধন করেছে। দেশে এমনকি হাইকোর্টে বিচারক লীগ সকলের অজান্তে তৈরি হয়েছে। উচ্চ আদালতের তাহলে কী অবস্থা! সরকারের আসলে বিদায়ঘণ্টা বেজে গেছে।’

ফয়জুল হাকিম লালা বলেন, ‘জনগণের রাজনৈতিক অধিকারকে দখল করেছে আওয়ামী লীগ। এদের ক্ষমতা থেকে নামাতে হবে, নইলে দেশের নিরাপত্তা অ-নিশ্চিত হয়ে যাবে। আজকে জনগণের হাতে ক্ষমতা দরকার, জনগণের নিজের সংবিধান দরকার। দেশের ৫২ বছর পর এসেও জনগণের দূর্ভাগ্য যে- ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য জীবন দিতে হয়।’

ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘শেখ হাসিনার পুলিশ ও বিচারবিভাগ, বিরোধী সবাইকে সাজা দিয়ে এককভাবে নির্বাচন করে ফেলতে চায়। এখানে বিচারবিভাগ মানে হলো শেখ হাসিনার আজ্ঞাবহ বিচারবিভাগ।’

হাসনাত কাইয়ুম বলেন, ‘বাংলাদেশকে নানা বিভাজনে ঠেলে দেয়া হয়েছে। ৫২ বছরে দেশ ইতিহাসের এমন জায়গায় এসে পৌঁছিয়ে দেয়া হয়েছে, দেশের নির্বাচনব্যবস্থা, ক্ষমতাকাঠামো, নিয়ম-নীতি শেষ করা হয়েছে। ওরা হিংসার রাজনীতি চালু করেছে। দেশের সবকিছুর ধ্বংস করা হয়েছে। এখন রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রসংস্কারের আন্দোলন করতে হচ্ছে।’

ঢাকাটাইমস/০৫সেপ্টেম্বর/জেবি/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

‘ভারতের কবল থেকে প্রকৃত স্বাধীকারের দাবিতে জনগণ নীরবে প্রস্তুত হচ্ছে’

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: ঢাকা দক্ষিণের আ.লীগ নেতা রিয়াজকে ফের শোকজ

যুবদল সভাপতি টুকুকে কারাগারে প্রেরণের প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ

সরকার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে দমনপীড়নের খড়গ নামিয়ে এনেছে: মির্জা ফখরুল

শান্তিপূর্ণ, নিরাপদ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় আ.লীগ অঙ্গীকারবদ্ধ: ওবায়দুল কাদের

পথচারীদের মাঝে তৃতীয় দিনের মতো পানি ও স্যালাইন বিতরণ জাপার

মুক্তি দেওয়া হচ্ছে হেফাজতের মামুনুল হককে, আভাস দিলেন নেতারা

গোটা দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী 

উপজেলা নির্বাচন এখন উপজ্বালায় পরিণত হয়েছে: সালাম

তীব্র তাপপ্রবাহে জাপার পানি ও স্যালাইন বিতরণ

এই বিভাগের সব খবর

শিরোনাম :