তুরাগ ভ্রমণে মাখোঁ, উপভোগ করলেন বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০৮ | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩৬

বৃষ্টির মধ্যে তুরাগ নদে ভ্রমণ করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। সেখানে বাংলাদেশের ঐতিহ্যবাহী নৌকাবাইচও উপভোগ করেন তিনি।

সোমবার দুপুরে তুরাগ ভ্রমণ এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী নৌকাবাইচ উপভোগ করেন সফররত ফরাসি প্রেসিডেন্ট।

এসময় তুরাগ নদ ও দুইপ্রান্তে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়।

নৌকাবাইচ উপভোগ করার সময় ইমানুয়েল মাখোঁর সঙ্গে ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী ক্যাথেরিন কলোন্নাসহ প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ইমানুয়েল ম্যাখোঁ।

বৈঠকে শেষে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তিনি তুরাগ নদ ভ্রমণে যান।

সোমবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নি বেদন করেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

রবিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকায় আসেন ইমানুয়েল মাখোঁ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরে সেখানে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দর থেকে ফরাসি প্রেসিডেন্ট যান রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেখানে তিনি রাষ্ট্রীয় নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

সফর শেষে সোমবার দুপুরে ঢাকা ছাড়ার কথা রয়েছে মাখোঁর। বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/জেএ/এফএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :