চাঁদপুরে লাইভ সম্প্রচারকালে অস্ত্রশস্ত্র নিয়ে ‘বালুখেকো’ সেলিমের নেতৃত্বে হামলা, সাংবাদিকসহ আহত ২০

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১৯:৩২ | প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৩, ১৯:০৭

চাঁদপুর থেকে ডিবিসি টেলিভিশনে সরাসরি সম্প্রচারকালে (লাইভ) ‘বালুখেকো’ সেলিমের নেতৃত্বে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এতে সাংবাদিকসহ ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। হামলার কারণে সাময়িক বন্ধ হয়ে যায় সরাসরি সম্প্রচার।

চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ডিবিসির ‘ইলেকশন এক্সপ্রেস’ অনুষ্ঠান চলাকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তার অনুসারীরা এ হামলা চালান।

চাঁদপুর-৩ আসনের নৌকার মনোনয়নপ্রত্যাশী মৎস্যজীবী লীগ নেতা রেদওয়ান খান বোরহান অভিযোগ করেন, রবিবার সকালে ৮৫ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানে লাইভে কথা বলছিলেন তিনি। এ সময় বালুখেকো সেলিম ও তার অনুসারীরা হামলা চালায়।

তিনি আরও বলেন, এসময় গণসংযোগের জন্য ব্যবহৃত তার ৪টি গাড়ি ভাঙচুর করা হয়।

প্রধানমন্ত্রীর কাছে এ হামলার বিচার চেয়েছেন রেদওয়ান খান।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাইভ অনুষ্ঠান চলাকালে বালুখেকো সেলিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। শুরুতে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে চেয়ার ও অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর করে। এসময় ডিবিসি নিউজ চ্যানেলের ক্যামেরা পারসন সবুজ, স্থানীয় দৈনিক চাঁদপুর প্রবাহের স্টাফ রিপোর্টার গাজী মহসিনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিবিসির সিনিয়র রিপোর্টার হিমেল মাহবুব জানান, ‘ইলেকশন এক্সপ্রেস’ অনুষ্ঠানের আড়াই মিনিটের মাথায় ৫০ থেকে ৬০ জনের একটি সন্ত্রাসী দল হামলা চালায়। শুরুতে ইট ছুঁড়তে থাকে, পরে চেয়ার ভাঙচুর করে। সেজন্য সম্প্রচার বন্ধ করতে বাধ্য হই আমরা। এসময় আমাদের ক্যামেরা পারসন আনোয়ার হোসেন সবুজ আহত হয়েছেন।

তিনি আরও বলেন, রিভলবার, রামদা, হকিস্টিক নিয়ে হামলা করে সেলিম চেয়ারম্যানের নেতৃত্বে আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

(ঢাকাটাইমস/০১অক্টোবর/আরআর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

বেকারত্ব ঘুচাতে শিখেন অটোরিকশা ছিনতাই, গড়ে তোলেন চক্র

রিমান্ডে লোমহর্ষক তথ্য: মানুষের হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন

মিল্টন সমাদ্দারের কর্মকাণ্ডের দায় তার স্ত্রী এড়াতে পারেন না: ডিবিপ্রধান

‘আইন যেটা চাইবে সেটাই হবে’, জিজ্ঞাসাবাদ শেষে মিল্টন সমাদ্দারের স্ত্রী

জিজ্ঞাসাবাদের জন্য মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডিবিতে ডাকা হয়েছে

ফ্ল্যাটের ভুয়া দলিল মর্টগেজ দিয়ে ৫০ কোটি টাকা ব্যাংক লোন নেয় চক্রটি

কষ্টিপাথরের ব্যবসাকে কেন্দ্র করে অপহরণ, গ্রেপ্তার ৭

কাঠগড়ায় দাঁড়িয়ে যা বললেন মিল্টন সমাদ্দার

৭ লাখ টাকার জালনোটসহ কারবারি গ্রেপ্তার

তিন দিনের রিমান্ডে মিল্টন সমাদ্দার

এই বিভাগের সব খবর

শিরোনাম :