পাবনায় বিয়ে বাড়িতে ছবি তোলাকে কেন্দ্র করে ব্যাপক ভাঙচুর

বিয়ে বাড়িতে ছবি তোলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে চেয়ার-টেবিল ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ঘটনাস্থল থেকে হামলাকারীদের ফেলে যাওয়া ৫টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
রবিবার বিকাল চারটার দিকে পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার। তারা বলছেন, পূর্ববিরোধের জেরে ভাঙচুর করে অভিযুক্তরা।
আটককৃতরা হলেন, নাটোরের বড়াইগ্রাম উপজেলার পারবোর্নি গ্রামের আগস্টিন ক্রুসের ছেলে মুকুল ক্রুস (২৫), একই উপজেলার বোর্নি গ্রামের মৃত জোসেফ গোমেজের ছেলে অমিত গোমেজ (২৮) ও চাটমোহর পৌর সদরের চৌধুরীপাড়া মহল্লার ছাদেক আলীর ছেলে সুমন আকন্দ (২২)।
ভুক্তভোগী বিয়ের কনে গোয়ালবাড়িয়া গ্রামের সুনিল কস্তার মেয়ে দীপা ইউজিনা কস্তা থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, রবিবার বিকেলে তার বাবার বাড়িতে বৌ-ভাতের অনুষ্ঠানে বরযাত্রী ও অন্যান্য আত্মীয়-স্বজনদের খাওয়া-দাওয়ার পর্ব চলছিল। এ সময় পূর্ববিরোধের জেরে উল্লেখিত ৩ জন সহ অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জন পাঁচটি মোটরসাইকেলযোগে অনুষ্ঠানস্থলে প্রবেশ করে। তারা অতিথিদের জন্য রান্না করা খাবার মাটিতে ফেলে দেয় ও চেয়ার টেবিল ভাঙচুর করে।
বিয়ে বাড়ির লোকজন হামলাকারীদের বাধা দিতে গেলে লাঠিশোঠা দিয়ে তাদের মারধর করে। এক পর্যায়ে বিয়ের কনে দীপা ইউজিনা কস্তা তাদের নিষেধ করতে এগিয়ে গেলে তাকেও লাঠি দিয়ে ডান পায়ে আঘাত করে অভিযুক্তরা। এ সময় স্থানীয় লোকজন ও স্বজনরা হামলাকারীদের মধ্যে উল্লেখিত তিনজনকে আটক করে, অন্যরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক ও ৫টি মোটরসাইকেল জব্দ করে।
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, বিয়ে বাড়িতে ছবি তোলাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। তারা নিজেরাই আত্মীয়-স্বজন বলে জানা গেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিয়েছে। সোমবার সকালে আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।
(ঢাকাটাইমস/০২অক্টোবর/এআর)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

কেন্দুয়ায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষ, নিহত ১

কেন্দুয়ায় আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা, দামে হতাশ

সিদ্ধিরগঞ্জে অর্ধকোটি টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, আটক ২

কালীগঞ্জে আগুনে পুড়ল ৭টি বসতঘর, কোটি টাকার ক্ষতি

উপকূলে ৪ লাখ কৃষককে সেবা দিতে অর্ধশতাধিক কর্মকর্তার প্রশিক্ষণ

নীলফামারীর ডিমলায় ছেলের কোদালের কোপে বাবার মৃত্যু

জয়পুরহাটে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

চাঁদপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছে মাধ্যমিকের নতুন বই

বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর বাড়িতে বোমা হামলা, গাড়িতে আগুন
