হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানবন্ধন

চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়ায় সাদিয়া সুলতানা ওরফে নয়নতারাকে হত্যা করে তার স্বামী আনোয়ার হোসেন। গত ২৬ সেপ্টেম্বর রাতে ঘুম থেকে ডেকে তুলে রড দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়।
ওই ঘটনায় নয়নতারার মা মাছুরা খাতুন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন। মামলার কয়েকদিন পার হলেও এখনও পর্যন্ত আসামি আনোয়ার হোসেনকে আটক করতে পারেনি পুলিশ।
এদিকে ঘাতক আনোয়ার হোসেনের দ্রুত আটক ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন শেষে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি দিয়েছে নয়নতারার পরিবার ও তার গ্রামের লোকজন।
মঙ্গলবার চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি পেশ করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন নয়নতারার চাচাতো ভাই ওসমান গণি, প্রতিবেশি আব্দুল মান্নান, নয়নতারার মেয়ে ৮ম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস টুনি ও একমাত্র ছেলে জিহাদ হাসান মেহেদী।
মানববন্ধনে বক্তারা বলেন, খুনি আনোয়ার হোসেনকে অবিলম্বে আটক করে দ্রুত বিচার আইনে ফাঁসির কার্যকর করতে হবে।
এ বিষয়ে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, ইতোমধ্যে চুয়াডাঙ্গায় কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশের প্রচেষ্টায় হত্যাকারীরা খুব অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার হয়েছে। আনোয়ার হোসেন নামের হত্যাকারীকে পুলিশ দ্রুতই গ্রেপ্তার করতে সক্ষম হবে।
(ঢাকাটাইমস/০৩ অক্টোবর/ইএইচ)
সংবাদটি শেয়ার করুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সারাদেশ এর সর্বশেষ

ডামুড্যায় উপজেলা শিল্পকলা একাডেমি উদ্বোধন

ভোলায় পৌনে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

ঝালকাঠিতে মাহিন্দ্রায় বাসের ধাক্কা, প্রাণ গেল ৩ জনের

‘সকল ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে জনগণ নির্বাচন উৎসবে অংশ নিবে’

নড়াইলে একাধিক মানবপাচার মামলার আসামি গ্রেপ্তার

জামালপুরে শীতার্তদের মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ

১০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সাতক্ষীরায় মৎস্য শিকারির মরদেহ উদ্ধার

এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের সঙ্গে ইউএনওর মতবিনিময়
