উন্নয়নের বার্তা নিয়ে নির্বাচনি এলাকায় নসরুল হামিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২৩, ২১:২৯

সবাইকে নিয়ে সবার উন্নয়ন, লক্ষ্য এবার স্মার্ট কেরানীগঞ্জ’ এমনই বার্তা নিয়ে নির্বাচনি এলাকায় গণসংযোগ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

রবিবার সন্ধ্যায় কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও নির্বাচন পূর্ববর্তী গণসংযোগ করেন তিনি।

এসময় নসরুল হামিদ বলেন, সবাইকে নিয়েই আওয়ামী লীগ সরকারের উন্নয়ন যাত্রা অব্যাহত থাকবে। বিগত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবহেলিত কেরানীগঞ্জের উন্নয়নে যেভাবে দুহাত ভরে দিয়েছেন তা আগামীতেও বজায় থাকবে। সময় এখন সবাইকে শান্তি ও উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ থাকার।

কেরানীগঞ্জকে যেভাবে সন্ত্রাস ও চাঁদাবাজদের স্বর্গরাজ্য বানানো হয়েছিল বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তা আর কখনো হতে দেওয়া হবে না। এখানে সন্ত্রাস ও অপরাজনীতির বিরুদ্ধে মানুষ এখন একতাবদ্ধ। এ ধারাবাহিকতা আগামীতে ধরে রাখতে নৌকাকে বিজয়ী করার কোনো বিকল্প নাই।

তিনি বলেন, শান্তি, উন্নয়ন, আধুনিক ও স্মার্ট নগরী রুপে কেরানীগঞ্জকে গড়ে তোলার কথা বলেন।

এসময় এলাকাবাসী তাদের বিভিন্ন দাবি-দাওয়া নসরুল হামিদকে জানালে তিনি তা সমাধানের প্রতিশ্রুতি দেন।

গণসংযোগের সময় নসরুল হামিদের সঙ্গে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম.ই. মামুন, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন, জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মুস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আজাদুল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/জেএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

‘সব গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হবে এবং শিগগির স্বৈরতান্ত্রিক সরকারের পতন’

মামুনুল হকের জামিন, কারামুক্তির অপেক্ষা

হাসপাতাল থেকে বাসায় খালেদা জিয়া

ওমরাহ করতে সস্ত্রীক ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল

বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য যে কোনো উপায়ে ক্ষমতা দখল: ওবায়দুল কাদের

রাজধানীতে জনসাধারণের মাঝে মহিলা পার্টির পানি ও শরবত বিতরণ

বিএনপি নয়, আ.লীগের নেতা ও তাদের স্বজনরা দেশ ছেড়ে যাচ্ছে: রিজভী

উপজেলা নির্বাচন: এমপি-মন্ত্রীর কোন কোন স্বজন অংশ নিতে পারবেন না জানালেন শেখ হাসিনা

এভারকেয়ারে ভর্তি খালেদা জিয়া, এবার কতদিন থাকতে হবে হাসপাতালে?

ত্যাগের মহিমায় মানবসেবা করে গিয়েছেন স্বামী বিবেকানন্দ: মেয়র তাপস

এই বিভাগের সব খবর

শিরোনাম :