ঢাকা মাতাতে আসছেন ব্যতিক্রমী গায়ক নচিকেতা

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২৩, ১৫:০২

ব্যতিক্রমী গায়কী, সুর এবং লিরিক্সের ভারতের পাশাপাশি বাংলাদেশেও বেশ জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী। এ দেশে তার প্রচুর ভক্ত। সেই ভক্তদের জন্য সুখবর হলো, খুব শিগগির ঢাকায় গান শোনাতে আসছেন ওপার বাংলার নচিকেতা।

জনপ্রিয় এই শিল্পীকে ঢাকায় আনার উদ্যোগ নিয়েছে আজব রেকর্ড ও আজব কারখানা। ফেসবুকে দেওয়া এক পোস্টে তারা জানিয়েছে, আগামী ১০ নভেম্বর রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে (কেআইবি) গাইবেন নচিকেতা।

ওই অনুষ্ঠানের নাম ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার’। খুব শিগগিরই এই অনুষ্ঠানের টিকিট ও অন্যান্য তথ্য নিয়ে বিস্তারিত জানাবে আজব রেকর্ড ও আজব কারখানা।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেছেন, ‘আমাদের সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। আগামী ১০ নভেম্বর দাদা (নচিকেতা) আসছেন। আশা করছি দাদার ভক্তরা অনেকদিন পরে সরাসরি তার কণ্ঠে গান শুনতে পারবেন।’

জয় আরও বলেন, ‘নচিকেতা দাদার ক্যারিয়ারের ৩০ বছর পূর্তি এ বছর। কলকাতায় একটা অনুষ্ঠান হয়েছে ‘তিরিশে নচিকেতা’ শিরোনামে। এবার ঢাকায় তার বাংলাদেশি শ্রোতাদের জন্য এই আয়োজন।’

(ঢাকা টাইমস/২৩অক্টোবর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :